
The Truth of Bengal: নুসরত জাহান। যিনি একদিকে সাংসদ অন্যদিকে টলিউডের জনপ্রিয় অভিনেত্রী। কটাক্ষ থেকে সমালোচনা যার নিত্যদিনের সঙ্গী। এ হেন নুসরত জাহানের একটি ভিডিয়ো নিয়ে শুরু হয়েছে জোরদার সমালোচনা। সেই ভিডিওতে দেখা যাচ্ছে নায়িকার পরনে রয়েছে হলুদ রঙের বিকিনি। সুইমিং পুল থেকে ভিজে শরীরে উঠে আসছেন বসিরহাটের সাংসদ। বুকের বাঁ দিকে ‘ভিক্টরি’ লেখা ট্যাটু জ্বলজ্বল করছে। একেবারে বোল্ড অবতারে ধরা দিয়েছেন তারকা সাংসদ। আর যা দেখে নেটিজেনরা রে রে করে উঠেছেন।
নেটিজেনরা বলছেন একজন ‘সাংসদের এত বোল্ড অবতার’! এছাড়াও বলছেন আপনি একজন জনপ্রতিনিধি। আপনাকে দেখে অনেকে শেখে। তাই এমন কিছু করবেন না যাতে আপনাকে রোল মডেল মানতে অসুবিধে হয়।” এছাড়াও বডি শেমিং থেকে শুরু করে নানা মন্তব্যের মাধ্যমে যৌন হেনস্থার মুখোমুখিও হতে হয়েছে তাঁকে। প্রসঙ্গত, সম্প্রতি পার্টনার যশ দাশগুপ্তের সঙ্গে বিদেশে বেড়াতে গিয়েছিলেন নুসরত। যদিও ছেলে ঈশান তাঁদের সঙ্গে ছিল না।
ভিডিয়োটি তোলা সেই সময় ঘুরতে গিয়েই। এর আগেই ওই একই পোশাকে কিছু স্টিল ছবি শেয়ার করেছিলেন নুসরত। সে সময়ও তা নিয়ে কটাক্ষ কিছু কম হয়নি। তবে এই ছবি ভাইরাল হতেই আবারও চরম বিদ্রুপের মধ্যে পড়েছেন বসিরহাটের তারকা সাংসদ নুসরত জাহান। সবমিলিয়ে বলা যায় বারবার নায়িকা যেভাবে সমালোটিত হন তা যে তিনি থোড়াই কেয়ার করেন তা স্পষ্ট।