বিনোদন

সফল ‘অপারেশন সিঁদুর’, ভারতের প্রত্যাঘাতে খুশি প্রসেনজিৎ,দেবরা

'Operation Sindoor' successful, Prosenjit, Debra happy with India's retaliation

Truth Of Bengal: পহেলগাঁও হত্যাকাণ্ডের প্রত্যাঘাত ভারতের। সফল ‘অপারেশন সিঁদুর’।  কিছু বুঝে ওঠার আগেই পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯ জায়গায় জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিল ভারতীয় সেনা। গত ২২ এপ্রিল জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছিলেন ২৬ জন পর্যটক।

তারপর থেকেই প্রত্যাঘাতের অপেক্ষায় ছিল গোটা দেশ। অবশেষে মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানকে যোগ্য জবাব দিল ভারত। ভারত সরকারের ‘অপারেশন সিঁদুর’ সফল হওয়ার পর খুশি ভারতীয় বিনোদুনিয়ার তারকারা। বলিউড থেকে দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রির তারকাদের পাশাপাশি ভারতের প্রত্যাঘাতে খুশি টলিউডের তারকারাও।

‘অপারেশন সিঁদুর’-এর সাফল্যে খুশি অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ভারতীয় সেনাবাহিনীর জয়গান গাইলেন তিনি। ইনস্টা পোস্টে ইন্ডাস্ট্রির মন্তব্য, আমাদের বায়ুসেনা এবং সমগ্র সেনাবাহিনীকে কুর্নিশ। জয় হিন্দ। ভারতের প্রত্যাঘাতে খুশি অভিনেতা জিৎ ও। ইন্সটাগ্রাম হ্যান্ডেলে অপারেশন সিঁদুরের ছবি পোস্ট করে ‘জয় হিন্দ’ লিখেছেন জিৎ।

 

View this post on Instagram

 

A post shared by Ankush (@ankush.official)

অভিনেতা দেবও তাঁর ইন্সটাগ্রাম হ্যান্ডেলে অপারেশন সিঁদুরের ছবি পোস্ট করে ‘জয় হিন্দ’ লিখেছেন। পাশাপাশি সাতসকালে জিমে ঘাম ঝরানোর মাঝেই ভিডিও করে ফেললেন অঙ্কুশ। সেই ভিডিওতেই তাঁকে বলতে শোনা গেল, ‘প্রিয় প্রতিবেশী দেশকে দিওয়ালির অগ্রিম শুভেচ্ছা। জয় হিন্দ।’ টোটা রায়চৌধুরীর মন্তব্য, ‘ভারতীয় হিসেবে আজ আমি গর্বিত।

পাকিস্তানের হামলার যোগ্য জবাব দিয়েছে আমাদের দেশ’। পাশাপাশি অভিনেত্রী মিমি চক্রবর্তীও অপারেশন সিঁদুরের ছবি শেয়ার করে, দেশবাসীকে একতার বার্তা দিয়েছেন। এছাড়াও শুভশ্রী গঙ্গোপাধ্যায় থেকে শ্রাবন্তী চট্টোপাধ্যায়সহ একাধিক অভিনেতা অভিনেত্রীরা ধন্যবাদ জানিয়েছেন ভারত সরকারকে।

Related Articles