নাতনির জন্যে নতুন উদ্যোগে দুয়া চাইলেন অঞ্জু
Anju seeks prayers for her granddaughter in new initiative

Truth Of Bengal: রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের একমাত্র কন্যা সন্তান দুয়া। চলতি বছরের ৮ সেপ্টেম্বর রণবীর-দীপিকার ঘর আলো করে জন্ম নিয়েছে একরত্তি। তারপর থেকে ছোট্ট দুয়াকে নিয়েই এখন সব সময় কাটছে নতুন বাবা মায়ের। বলা যায় ছোট্ট দুয়াকে চোখে হারাচ্ছেন রণবীর-দীপিকা। তবে বাবা-মাই নন ছোট্ট দুয়াকে চোখে হারাচ্ছেন ঠাকুমা অঞ্জু সিংও। নাতনির মঙ্গল কামনায় এক দারুণ উদ্যোগ নিলেন রণবীর সিং এর মা অঞ্জু সিং।
View this post on Instagram
কি করলেন রণবীরের মা? আসলে যে উদ্যোগ অঞ্জু সিং নিয়েছেন তা এক কথায় অসাধারণ। অঞ্জু তার কোমরছোঁয়া চুল দান করলেন ক্যানসার আক্রান্তদের জন্য। সেই ছবিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। পোস্ট করে অঞ্জু লেখেন, ‘ ক্যানসারের সঙ্গে যাঁরা লড়াই করছেন, তাঁদের জীবনে কিছুটা আত্মবিশ্বাস ও স্বচ্ছন্দ যোগ করবে আমার এই ছোট্ট উদ্যোগ।’ রণবীর সিংয়ের মায়ের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।
উল্লেখ্য, কিছুদিন আগেই বেঙ্গালুরুতে দিলজিৎ দোসাঞ্জের কনসার্টে নজর কেড়েছিল দীপিকা পাড়ুকোনের উপস্থিতি। মা হওয়ার পর এই কনসার্টেই প্রথম দেখা গিয়েছিল দীপিকাকে। এরপর বিমানবন্দরে দেখা মিলল দীপিকা ও তাঁর কন্যার দুয়ার। ছোট্ট দুয়াকে কোলে আঁকড়ে ক্যামেরাবন্দি হয়েছিলেন দীপিকা। চলতি বছরের ৮ সেপ্টেম্বর দীপিকা-রণবীরের ঘর আলো করে জন্ম নেয় তাদের প্রথম কন্যা সন্তান। তারকা দম্পতি একরত্তির নাম রেখেছেন দুয়া পাড়ুকোন সিং। যদিও মেয়ের নাম দুয়া রাখা নিয়ে বিতর্কের ও সৃষ্টি হয়। নেটিজেনদের একাংশের পছন্দ হয়নি সেই নাম। তবে সেই বিতর্ক কানে তোলেননি তারকা দম্পতি। এরপর দীপাবলিতে মেয়ের প্রথম ঝলক প্রকাশ্যে এনেছিলেন দীপিকা। দুয়ার পায়ের ছবি ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী।