প্রেম করছেন কার্তিক আরিয়ান! জানালেন বিয়ের পরিকল্পনা
Kartik Aaryan is in love! He reveals his wedding plans

Truth Of Bengal: কার্তিক বরাবরই নিজেকে এক্সপেরিমেন্ট করতে ভালোবাসেন। তার প্রমাণ ও দিয়েছেন বারে বার। কার্তিক অভিনীত ‘চান্দু চ্যাম্পিয়ন’ ছবিতে কার্তিকের অভিনয় দারুণ প্রসংশিত। এছাড়াও ‘ভুলভুলাইয়া ২’ থেকে ‘ভুলভুলাইয়া ৩’র সাফল্য অন্য মাত্রা জুড়েছে তার ক্যারিয়ারে।
তার অনুরাগীর সংখ্যাও বাড়ছে প্রতি মুহূর্তে। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে বিদ্যা বালন ইঙ্গিত দিয়েছিলেন কার্তিক প্রেম করছেন। তবে এবিষয়ে নিজে মুখে কিছু বলেননি বলিউডের চকলেট বয়। অক্টোবরেই মুক্তি পেয়েছে কার্তিক অভিনীত ‘ভুলভুলাইয়া ৩’। বক্স অফিসে জমিয়ে ব্যবসা ও করছে এই ছবি। ইতিমধ্যেই 200 কোটির কাছাকাছি পৌঁছে গেছে ছবি বক্স অফিস কালেকশন। এর মধ্যেই কার্তিক পৌঁছে গিয়েছিলেন বারাণসীতে।
‘ভুলভুলাইয়া ২’এর সাফল্যের পর ও বারাণসী গিয়েছিলেন কার্তিক এবারও সেই ধারা বজায় রাখলেন। আর বারাণসীতে কার্তিককে দেখতে ভিড় জমিয়েছিলেন তার অগুণিত ভক্তরা। আর সেই ভিড়ের মধ্যে থেকেই কার্তিকের কাছে উড়ে এল এক প্রশ্ন। কবে বিয়ে করছেন? যদিও একগাল হেসে উড়িয়ে দিলেন বিষয়টা। আর বললেন ভগবান জানেন। তবে কার্তিক যাই বলুন, বিদ্যা বালনের কার্তিকের প্রেম করার ইঙ্গিতে যথেষ্ট কৌতহল তৈরি হয়েছে তার অনুরাগীদের মধ্যে।