তৃণমূল কর্মীর স্মৃতিতে ফুটবল টুর্নামেন্ট: ঝিনাইপোতায় সৌহার্দ্যের বার্তা, উপস্থিত জেলা নেতৃত্ব
 
						Truth Of Bengal: যেকোনও রাজনৈতিক সংগঠনের ভিত্তি যে তাদের একনিষ্ঠ কর্মীরাই—বুধবার বালুরঘাট ব্লকের ঝিনাইপোতা এলাকায় তেমনই এক সৌহার্দ্য ও শ্রদ্ধার ছবি দেখা গেল। প্রয়াত তৃণমূল কর্মী অমল বর্মনের স্মৃতিকে অমর করে রাখতে তাঁর নামাঙ্কিত ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।
আরও পড়ুনঃ পঞ্চায়েত সমিতির উদ্যোগে স্বপ্নপূরণ: পাকা রাস্তার মুখ দেখছে ডাঙ্গা পঞ্চায়েতের বেলঘড়িয়া
জানা গিয়েছে, ঝিনাইপোতা গ্রামের বাসিন্দা এবং তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী অমল বর্মন ২০২৩ সালে অসুস্থতার কারণে প্রয়াত হন। দলের প্রতি তাঁর অবিচল নিষ্ঠা ও অবদানকে স্মরণে রেখে স্থানীয় তৃণমূল নেতৃত্ব প্রতি বছর তাঁর নামে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে থাকে। সেই উদ্যোগের অংশ হিসেবে বুধবার ঝিনাইপোতা এলাকায় জেলা স্তরের আট দলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
এই ফুটবল প্রতিযোগিতায় খেলোয়াড়দের উৎসাহ জোগাতে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সদস্য অশোক কৃষ্ণ কুঁজুর এবং অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবদূত বর্মণসহ স্থানীয় তৃণমূল নেতৃত্বরা।
অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবদূত বর্মণ প্রয়াত কর্মীর প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, “অমল আমাদের দলের একজন অত্যন্ত একনিষ্ঠ কর্মী ছিলেন। ভুলকিপুর সীমান্ত থেকে শুরু করে অমৃতখণ্ড পর্যন্ত সমস্ত প্রতিকূলতা উপেক্ষা করে সে দলের জন্য কাজ করেছে। তার অকালপ্রয়াণে আমরা তাকে ভুলিনি। এই কারণেই প্রতি বছর আমরা তার স্মৃতিতে এই ফুটবল টুর্নামেন্টটি আয়োজন করি।” এই টুর্নামেন্টের মাধ্যমে দলের কর্মীদের মধ্যে সংহতি ও সৌহার্দ্যের বার্তা আরও জোরালো হল।
 
				





