রাজ্যের খবর

TMC Leader: মেদিনীপুরে এ কী কাণ্ড! তৃণমূলের মঞ্চে মমতার ছবির সামনেই ‘শুভেন্দু জিন্দাবাদ’ স্লোগান

এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে চরম শোরগোল পড়ে গিয়েছে।

Truth of Bengal: তৃণমূল কংগ্রেসের ২৯তম প্রতিষ্ঠা দিবস উদযাপনের মঞ্চে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল পূর্ব মেদিনীপুর। দলীয় কর্মসূচীর মঞ্চে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সামনে রেখেই আচমকা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নামে জিন্দাবাদ স্লোগান দিয়ে বসলেন এক নবনিযুক্ত তৃণমূল নেতা। এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে চরম শোরগোল পড়ে গিয়েছে।

ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার দেশপ্রাণ ব্লকের চালতি অঞ্চলের গোবিন্দপুর বুথে। অভিযুক্ত নেতা তরুণ জানা সম্প্রতি তৃণমূলের রাজ্য নেতৃত্বের কাছ থেকে বড় দায়িত্ব পেয়েছেন। গত ৩ জানুয়ারি তাঁকে উত্তর কাঁথি ও এগরা বিধানসভা কেন্দ্রের কো-অর্ডিনেটর হিসেবে নিযুক্ত করা হয়েছে। একইসঙ্গে তিনি জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ পদেও রয়েছেন। পদ পাওয়ার ঠিক পরেই দলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে এমন কাণ্ড ঘটানোয় অস্বস্তিতে পড়েছে ঘাসফুল শিবির।

প্রত্যক্ষদর্শীদের দাবি, ওইদিন মঞ্চে বক্তব্য রাখছিলেন তরুণ জানা। ভাষণের শেষে তিনি যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিচ্ছিলেন, ঠিক তখনই হঠাৎ করে বলে ওঠেন, জননেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে খোদ তৃণমূল নেতার মুখে বিরোধী শিবিরের প্রধান মুখ শুভেন্দু অধিকারীর নামে জয়ধ্বনি শুনে উপস্থিত নেতা-কর্মীরা স্তম্ভিত হয়ে যান। পরিস্থিতি বেগতিক দেখে মঞ্চে থাকা অন্য সহকর্মীরা দ্রুত তাঁর ভুল ধরিয়ে দেন। এরপর তিনি নিজের বক্তব্য সংশোধন করার চেষ্টা করলেও ততক্ষণে সেই স্লোগান রেকর্ড হয়ে যায়।

Related Articles