রাজ্যের খবর

সিমলিপাল থেকে শিমুলপাল, ঝাড়গ্রামের জঙ্গলে ফের ঢুকল বাঘ

Tigers re-enter the forests of Simlipal, Shimulpal, Jhargram

Truth Of Bengal: আবার ঝাড়গ্রামে ঢুকে পড়েছে বাঘ। বন দফতরের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে জেলার মানুষকে। বাঘ ধরতে পাতা হয়েছে ফাঁদ। জঙ্গলে যেতে নিষেধ করা হয়েছে জেলার বাসিন্দাদের। সিমলিপাল টাইগার রিজার্ভ ফরেস্ট থেকে নতুন জায়গার সন্ধানে বেরিয়ে পড়েছে যমুনা। আর সেই আতঙ্কে তটস্থ সাধারণ মানুষ।

জিনাতের পর এবার যমুনা। সিমলিপাল টাইগার রিজার্ভ ফরেস্ট থেকে নতুন জায়গার সন্ধানে বেরিয়ে পড়ল যমুনা। এই মূহুর্তে ঝাড়গ্রামের বেলপাহাড়িতে তার অবস্থান। হঠাৎ এই বাঘের আগমনে চিন্তায় ফেলেছে বনকর্তাদের। ওড়িশার সিমলিপালের টাইগার রিজার্ভ ফরেষ্ট থেকে বেরিয়ে এবার বাঘ বাংলার বেলপাহাড়ি থানার শীমূলপাল এলাকায়। বাংলা-ঝাড়খন্ড সীমান্তবর্তী গোটাশিলা পাহাড় লাগোয়া কোটাচুয়া জঙ্গলে এই মূহুর্তে অবস্থান ওই বাঘটির।

বেলপাহাড়ি  থানার শিমুলপাল অঞ্চলের জোড়মা, বিরমাদল, শাখাভাঙা, জাম্বনী এলাকার বাসিন্দারা ভয়ে তটস্থ হয়ে রয়েছেন। বন দফতরের পক্ষ থেকে ওই সব এলাকার বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। বন দফতর এবং পুলিশের তরফ থেকে সতর্ক করে মাইকিং করা হচ্ছে। ঝাড়খন্ডের ঘাঘরা, পাকুড়িয়া এলাকার বাসিন্দাদেরও সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। উভয় রাজ্যের সীমান্ত লাগোয়া গ্রামবাসীদের জঙ্গলে কাঠ পাতা কুড়াতে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এলাকায় খাচা নিয়ে যাওয়া হয়েছে। ওড়িশা রিজার্ভ ফরেষ্ট এর এসটিআর টিমও এলাকায় যৌথ ভাবে নজরদারি করছে।

সিমলিপাল টাইগার রিজার্ভ ফরেস্টে জিনাত এবং যমুনা উভয়কেই আনা হয় মহারাষ্ট্রের টাইগার রিজার্ভ ফরেস্ট থেকে। আড়াই বছর বয়সী যমুনা সিমলিপাল থেকে ৩০ কিলোমিটার দূরে কুলডিহা ওয়াইল্ড সেঞ্চুরির দিকে ডিসেম্বর এর ১৫ তারিখ বেরিয়ে যায়। যমুমাকে আনা হয়েছিলো ৯ নভেম্বর। ছাড়া হয় জনাবিল এর কোর এড়িয়ায়। শিমলিপাল বাঘ্র সংরক্ষণ কেন্দ্রের ডিরেক্টর প্রকাশ চাঁদ গোগিনানি ব্রাঘ্রপ্রকল্প থেকে যমুনা বেরোনোর কথা স্বীকার করলেও তার গতিবিধি বলতে নারাজ।

Related Articles