কলকাতারাজ্যের খবর

Suvendu Adhikari: “বাংলাতেও এসআইআর চাই”, শিলিগুড়ির সভা থেকে দাবি শুভেন্দুর

BJP leader Suvendu Adhikari demands the implementation of SIR in Bengal, similar to Bihar, during a rally in Siliguri.

Truth Of Bengal: বিজেপির যুব মোর্চার ডাকা শিলিগুড়িতে উত্তরকন্যা অভিযানের সভা থেকে বিহারের মতো বাংলাতেও ‘এসআইআর’এর দাবি তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মঞ্চ থেকে তিনি বলেন, যারা রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলমান, তাঁদের তিনি ভোটার তালিকায় থাকতে দেবেন না। এখানেই শেষ নয়, এই ব্যাপারে তিনি একপ্রকার পার্থক্যও তুলে ধরেন শরণার্থী ও অনুপ্রবেশকারীর মধ্যে।

[আরও পড়ুন: Sarfaraz transformation: দুই মাসে ১৭ কিলো ওজন ঝড়ালেন সারফারাজ, চমকে গেল ইন্টারনেট]

চলতি বছরেই বিহারে বিধানসভা নির্বাচন। ভোটের দামামা বাজতেই সেখানকার সমস্ত রাজনৈতিক দল প্রচারে নেমে পড়েন। তবে সেখানে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে নির্বাচন কমিশনের এসআইআর, যা ঘোষণা হওয়ার পরেই তীব্র বিরোধিতায় নামে আরজেডি সহ অন্যান্য বিরোধী দলগুলি। এই ইস্যু নিয়ে সোমবার ২১শে জুলাই সভা থেকে ফের সরব হন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং একহাত নেয় কেন্দ্রকে।

এবার এই প্রসঙ্গেই উত্তরকন্যা অভিযান সভা থেকে নিজের বক্তব্য রাখলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এবং পাল্টা কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেসকে। তিনি বলেন, “বিহারের মতো আমরা বাংলাতেও এসআইআর চাই। যেই হিন্দুরা বাংলাদেশ ধর্মীয় কারণে নির্যাতনের শিকার হয়ে ভারতে এসেছেন, তাঁরা শরণার্থী মোদিজীর নজরে। অনুপ্রবেশকারী নয়। যাঁরা ভারতীয় মুসলমান আছেন এখানে, আপনাদের কোন চিন্তা নেই। নিশ্চিন্তে থাকুন আপনারা। ভারতীয় মুসলমানদের সঙ্গে আছি আমরা। কিন্তু কোন রোহিঙ্গা বা বাংলাদেশী মুসলমানকে ভোটার তালিকায় থাকতে দেব না।”

FB POST: https://www.facebook.com/share/p/1G1YbVv9jz/

রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন যে যেভাবে এই পর্ব এগোচ্ছে, তাতে আগামী দিনে এই ইস্যু বড় আকার নেবে। শুধু তাই নয়, অনেকে এটাও মনে করছেন যে বিধানসভা নির্বাচনের আগে এই ব্যাপারে বড়সড় রাজনৈতিক লড়াই হতে পারে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কোনদিকে এগোচ্ছে এই ব্যাপারটি। বিহারের মতো কি বাংলাতেও হবে এসআইআর? সেটাই এখন বড় প্রশ্ন। তবে এই ব্যাপারে দুজন যে একে অপরকে এক ইঞ্চিও জমি ছাড়বে না, তা বেশ স্পষ্ট।

Related Articles