রাজ্যের খবর

অবশেষে ভিজতে চলেছে দক্ষিণবঙ্গ, কবে হবে বারিপাত জানুন

South Bengal is finally going to get wet, know when it will rain

The Truth Of Bengal : চাতক-অপেক্ষা শেষ হতে চলেছে। গরম থেকে স্বস্তি দিতে হতে পারে বৃষ্টি। এমনই আশারবাণী শুনিয়েছে আবহাওয়া দফতর। তবে এখনই বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। আগামি রবিবার ৫ মে থেকেই বৃষ্টি শুরু হতে পারে দক্ষিণবঙ্গে। বৃষ্টির হাত ধরে কমতে পারে গরমের দাপট। ত্রাহি ত্রাহি অবস্থা থেকে স্বস্তি পেতে পারে রাজ্যের মানুষ।

সোমবার দক্ষিণবঙ্গজুড়ে আগের দিনের মতো তাপপ্রবাহ চলবে।  মে মাসের প্রথম দিনও দক্ষিণবঙ্গের ৬টি জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। তবে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত গরম আর বাড়বে না। আগামী বৃহস্পতিবার থেকে তাপপ্রবাহের তীব্রতা কিছুটা কমতে পারে। তবে হাঁসফাঁস করা গরম থাকবে।

সব ঠিক থাকলে আগামী রবিবার থেকেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টি শুরু হতে পারে। কারণ বৃষ্টি হওয়ার মতো অনুকূল পরিস্থিতি তৈরি হবে দক্ষিণবঙ্গে। বঙ্গোপাসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে স্থলভূমিতে। যার হাত ধরে বৃষ্টি হবে।

রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১.৩ সেলসিয়াস। এর আগে এপ্রিল মাসে এমন তাপপ্রবাহ হয়নি বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। চলতি বছর এপ্রিলে মোট ৯ দিন টানা তাপপ্রবাহ চলেছে বাংলায়। এত টানা তাপপ্রবাহ এর আগে দেখেনি রাজ্যবাসী।

Related Articles