রাজ্যের খবর

বাগডোগরার মুনি চা বাগানের কাছে গাড়ির ধাক্কায় মৃত্যু ছয়জন পুণ্যার্থীর,আহত ২

Six pilgrims killed, 2 injured in a car accident near Muni Tea Garden in Bagdogra

The Truth Of Bengal: শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত বাগডোগরার মুনি চা বাগানের কাছে গাড়ির ধাক্কায় মৃত্যু ছয়জন পুণ্যার্থীর। এই ঘটনায় আহত আরও দুজন পূর্ণ্যার্থী। জানা গিয়েছে এদিন বাবাধাম থেকে বাবার মাথায় জল ঢেলে সিকিমের উদ্দেশ্যে যাচ্ছিল একটি চার চাকা বোঝাই পূর্ণার্থীর দল।

অপরদিকে বাগডোগরার দানাগঞ্জ এলাকার দুই দল পায়ে হেঁটে বাগডোগরা সংরক্ষিত বনাঞ্চলে অবস্থিত জংলী বাবা মন্দিরে বাবা মাথায় জল ঢালতে যাচ্ছিলেন। ঠিক সেই সময় বাগডোগরার অদূরে মুনি চা বাগান সংলগ্ন ৩১ নং জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পায়ে হেঁটে যাওয়া পূর্ণার্থীদের সজরে ধাক্কা মারে পূর্নাথী বোঝাই চার চাকার গাড়িটি।

ঘটনাস্থলে ছয় জন পুর্নাথীর মৃত্যুর হয় আহত হয় আরো দুজন। এরপরেই চার চাকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে নোয়ানজুলিতে পড়ে। এই দেখে স্থানীয়রা তড়িঘড়ি ছুটে আসেন এবং খবর দেয় পুলিশকে। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

এই খবর কাউর হতেই স্থানীয়রা বিক্ষোভে ফেটে পড়েন। এই ঘটনায় বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়, যদিও পুলিশি তৎপরতায় যান চলা স্বাভাবিক হয়। অন্যদিকে আহতদের দেখতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে হাসপাতালে যান দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ, শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

 

Related Articles