রাজ্যের খবর

পরীক্ষার্থীকে সঠিক সময় পরীক্ষাগারে পৌঁছে দিতে উদ্যোগী শিলিগুড়ি ট্রাফিক পুলিশ

Siliguri Traffic Police takes initiative to ensure that candidates reach the exam center on time

Truth Of Bengal: যানজটের কারণে আটকে পড়েছিল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। এরপর সেই ছাত্রকে সঠিক সময়ে পরীক্ষাগারে পৌঁছে দিতে উদ্যোগী শিলিগুড়ি ট্রাফিক পুলিশ। সোমবার সেই পরীক্ষার্থীকে হুটার বাজিয়ে পৌঁছে দিলেন পরীক্ষা কেন্দ্রে।

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের তরফ থেকে আগেই জানানো হয়েছিল পরীক্ষার্থীতে যাতে কোনরকম সমস্যা না হয় তার জন্য তারা সব সময় প্রস্তুত রয়েছে। এইরকমই এক দৃশ্য দেখা গেল শিলিগুড়িতে। সঠিক সময় পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক পুলিশ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ গার্লস স্কুলের ছাত্রী সীমা ওরাও। সে প্রধান নগর এলাকার বাসিন্দা।

তার পরীক্ষার কেন্দ্র ছিল লাল বাহাদুরশাস্ত্রী হিন্দি হাইস্কুলে। যানজটের কারণে সে দেরিতে এসে পৌঁছায় হাসমি চকে। এরপরে ট্রাফিক পুলিশের কাছে সাহায্য চায় ওই পরীক্ষার্থী। যদিও ট্রাফিক পুলিশের সাব-ইন্সপেক্টর জিয়াউল হক এক মুহূর্ত দেরি না করে ওই পরীক্ষার্থীকে বাইকে বসিয়ে হুটার বাজিয়ে গ্রীন করিডর করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন। সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পেরে ট্রাফিক পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন ওই পরীক্ষার্থী।

Related Articles