Purulia: “ভোটের আগে বনভোজন নয়”, মমতার নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে পিকনিকে তৃণমূলের শিক্ষক সংগঠন!
কিন্তু দলনেত্রীর সেই নির্দেশ যে জেলা স্তরে কার্যকর হয়নি, পুরুলিয়ার পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির এই আয়োজন তারই প্রমাণ দিচ্ছে।
Truth of Bengal: তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কঠোর নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে বনভোজনে মাতলেন পুরুলিয়ার শিক্ষক নেতারা। আসন্ন বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে গত ২২ ডিসেম্বর কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামের সভা থেকে দলের সমস্ত স্তরের নেতাকর্মীদের পিকনিক করতে নিষেধ করেছিলেন মুখ্যমন্ত্রী। সাফ জানিয়ে দিয়েছিলেন, এখন লড়াইয়ের সময়, তাই পিকনিক হবে ভোটের পরে। কিন্তু দলনেত্রীর সেই নির্দেশ যে জেলা স্তরে কার্যকর হয়নি, পুরুলিয়ার পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির এই আয়োজন তারই প্রমাণ দিচ্ছে।
জানা গিয়েছে, পুরুলিয়া জেলা স্কুল মোড় এবং রামচন্দ্রপুর সুভাষ মোড় থেকে দুটি বাসে করে শিক্ষক নেতারা পিকনিকের উদ্দেশ্যে রওনা দেন। দলীয় নির্দেশিকাকে উপেক্ষা করে বেশ কয়েকদিন আগে থেকেই নিজেদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এই বনভোজন নিয়ে রীতিমতো পরিকল্পনা ও বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। সেখানে সময়সূচী মেনে সকালের চা-জলখাবার থেকে শুরু করে দুপুরে এলাহি মধ্যাহ্নভোজের সমস্ত ব্যবস্থার কথা উল্লেখ করা হয়।
পিকনিকের দিন সকাল থেকেই উৎসবের মেজাজে ধরা দেন শিক্ষক নেতারা। একদিকে যখন মাঠের ধারে রান্নাবান্নার আয়োজন চলছিল, অন্যদিকে তখন গানের তালে পা মেলাচ্ছিলেন সংগঠনের সদস্যরা। তৃণমূল নেত্রীর স্পষ্ট বারণ থাকা সত্ত্বেও এই ধরনের জমায়েত নিয়ে জেলার রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক।






