ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত জীবনতলা, জ্বলছে আগুন
Post-voting violence is burning, the fire is burning

The Truth Of Bengal : ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত কেনিংয়ের জীবনতলা। গতকাল সন্ধ্যায় বচসার জেরে এক যুবককে খুন করা হয়। আর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। পরবর্তীকালে খুন হওয়া যুবকের পরিবারের লোকজন অভিযুক্তদের একটি খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে যায় ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা।
প্রসঙ্গত, আজকেই প্রথম নয় এর আগে বহু জেলায় ভোট পরবর্তী হিংসার ছবি দেখা গিয়েছে। কিছুদিন আগেই ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদের ডোমকল বিধানসভার অন্তর্গত বাগাডাঙা। ওই পঞ্চায়েতের বড়বাজারে জোট সমর্থকদের দোকান জ্বালিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ করা হয়েছিল। ভোটের দিন বিকাল থেকেই জোট সমর্থকদের হুমকি দেওয়া হচ্ছিল বলেও উঠেছিল অভিযোগ।