রাজ্যের খবর

শনি ও রবিবার সহ ছুটির দিনও খোলা! বছরভর পরিষেবা দিচ্ছে পঞ্চায়েত

Panchayat office is open on Saturday and Sunday

The Truth of Bengal: সরকারি বা বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের সাধারণত শনি ও রবিবার ছুটি থাকে। পঞ্চায়েতে তাঁদের কোনও পরিষেবা নেওয়ার প্রয়োজন হলে সমস্যায় পড়তেন। কারণ শনিবার ও রবিবার ছাড়াও অন্যান্য দিন পঞ্চায়েত ছুটি থাকে। ফলে পরিষেবা নিতে হলে অফিস কামাই করতে হতো। এবার সেই সমস্যা থেকে মুক্তি। সরকারি ও বেসরকারি কর্মীদের অসুবিধার কথা মাথায় রেখে এবার থেকে শনি-রবিবার তো বটেই অন্যান্য ছুটির দিনেও পঞ্চায়েত অফিস খোলা থাকবে। এমনই সিদ্ধান্ত নিয়েছেন উত্তর ২৪ পরগনার মিনাখাঁর মোহনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মালবিকা রায় মান্না।

এলাকার সরকারি ও বেসরকারি অফিসের কর্মীরা কর্মসূত্রে থাকেন বাইরে। যারা এলাকায় থাকেন তাদের সপ্তাহভর অফিসে যেতে হয়। পঞ্চায়েতে নানান প্রয়োজনীয় নথি সংগ্রহ করতে হলে একদিন অফিস ছুটি করে পঞ্চায়েতে এসে নথি সংগ্রহ করতে হয়। কখনও কখনও বেসরকারি ও সরকারি অফিসের কর্মীরা ছুটি পান না বলে প্রয়োজনীয় নথি সংগ্রহ না করতে পেরে চরম অসুবিধার মধ্যে পড়তে হয় তাঁদের। সেই অসুবিধার কথা মাথায় রেখে মিনাখাঁর মোহনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মালবিকা রায় মান্না নতুন নিয়ম চালু করলেন। এবার থেকে এই মোহনপুর পঞ্চায়েত শনিবার রবিবার ও অন্যান্য ছুটির দিনেও খোলা থাকবে। অন্যান্য দিনের মতো সকাল দশটা থেকেই বিকেল চারটে পর্যন্ত খোলা থাকবে পঞ্চায়েত অফিস। খুশি সবাই।

এলাকার সরকারি ও বেসরকারি কর্মীরা তো বটেই অন্যান্য বাসিন্দারাও পাচ্ছেন এই পরিষেবা। তাদের প্রয়োজনীয় নথি যেমন স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট, জন্ম সার্টিফিকেট, মৃত্যু সার্টিফিকেট, ট্যাক্সের রশিদ সহ অন্যান্য প্রয়োজনীয় নথি নিতে পারছেন পঞ্চায়েত অফিস থেকে। এখন আর সরকারি ও বেসরকারি কর্মীদের কাজের দিনে ছুটি করে আর পঞ্চায়েতে আসতে হচ্ছে না। পঞ্চায়েতের অভিনব উদ্যোগে খুশি এলাকার মানুষ।

 

Related Articles