বিনোদনরাজনীতিরাজ্যের খবর

একই স্টুডিওতে মুখোমুখি হওয়ার কথা কুনাল-মিঠুনের, চিন্তায় দুই ছবির দল

Truth Of Bengal: বঙ্গ রাজনীতিতে কুনাল ঘোষ ও মিঠুন চক্রবর্তীর লড়াইয়ের কথা আজকের দিনে কারোর অজানা নয়। কোনও না কোনও বিষয়ে দুজনকে একে অপরকে আক্রমণ করতে দেখা যায়। প্রকাশ্যেই দুই নেতা একে অপরকে কড়া ভাষায় আক্রমণও করেছেন। এমনকি জল আদালত পর্যন্ত গড়িয়েছে। এই পরিস্থিতিতে এক ছাদের নিচে দুজনের ডাবিং নিয়ে চিন্তায় পড়েছে দুই ছবির দল। (Political Rivalry)

আরও পড়ুন: পানিহাটিতে ফের চাঁদার “জুলুম”, কাঠগড়ায় যুব নেতা

রবিবার একই স্টুডিওতে যাওয়ার কথা কুনাল ঘোষ ও মিঠুন চক্রবর্তীর দুটি বাংলা ছবির ডাবিংয়ের বিষয়ে। দুই কর্তৃপক্ষই চিন্তায় রয়েছেন এটা ভেবে যে দুজনে একে অপরের মুখোমুখি হলে ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে। একদিকে কুনাল ঘোষ ডাবিং সারবেন ‘কর্পূর’ ছবির, অন্যদিকে মিঠুন চক্রবর্তী ‘প্রজাপতি টু’র। যদিও দুটি আলাদা ঘরে দুজনে ডাবিং করবেন কিন্তু সমস্যা হচ্ছে বসার জায়গা যেমন এক, তেমনি লাঞ্চ ব্রেক হলেও বসতে হয় একসঙ্গেই। দুজনে একে অপরের মুখোমুখি হলে কী পরিস্থিতি তৈরি হবে, তা নিয়ে চিন্তায় দুই সিনেমার দলই। (Political Rivalry)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

‘কর্পূর’ ছবির পরিচালক অরিন্দম শীল কুণাল ঘোষের সঙ্গে কথা বলেছেন। তৃণমূল নেতা পরিষ্কার করে দিয়েছেন যে তিনি কোনমতেই সময়সূচি পাল্টাবেন না। পরিচালককে তিনি জানিয়েছেন, “অভিনেতা হিসেবে বড় মিঠুনদা। ওনার সুবিধাবাদী রাজনীতি নিয়ে আমার আপত্তি। কিন্তু যাই হোক না কেন, আমি আমার প্রোগ্রাম বদলাচ্ছি না এসব কারণে।” অন্যদিকে, জানা যাচ্ছে যে রবিবার যাতে কুনাল ঘোষের মুখোমুখি না হতে হয়, তাই মিঠুন চক্রবর্তী শনিবারে ডাবিং করতে স্টুডিও যাবেন। সেক্ষেত্রে দেখার বিষয় যে কী হয় শেষ পর্যন্ত। (Political Rivalry)

Related Articles