রাজ্যের খবর

নৃশংস! হাত-পা বাঁধা, গলায় পেঁচিয়ে ওড়না…, কাঁথির ঝাউ বনে উদ্ধার কিশোরির দেহ

কিশোরীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। মৃত্যুর কারণ ময়নাতদন্তের পরই জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

Truth Of Bengal: কিশোরী হাত-পা বাঁধা দেহ উদ্ধার! মৃতার নাম অর্চনা পণ্ডিত (১৫)। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য পূর্ব মেদিনীপুরের কাঁথির জুনপুট থানার গোপালপুরে। কিশোরীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। মৃত্যুর কারণ ময়নাতদন্তের পরই জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

এদিন গোপালপুর সমুদ্র উপকূলে ঝাউবনে ওই কিশোরীর দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। হাত-পা বাঁধা অবস্থায় পড়েছিল কিশোরী। গলায় ওড়না জড়ানো। স্থানীয় বাসিন্দাদের দেওয়া খবর পেয়ে ঘটনাস্থলে আসে জুনপুট থানার পুলিশ। কিশোরীকে এখানে নিয়ে এসে মারা হয়েছে নাকি অন্য কোথাও খুন করে এখানে ফেলে রাখা হয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। মৃতাকে চেনেন না বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

পুলিশ সূত্রে খবর, কিশোরীর বাড়ি কাঁথি থানার কাঁথি দুই দেশপ্রাণ ব্লকের সরদা গ্রাম পঞ্চায়েতের দূরমুঠ গ্রামে। শনিবার বিকাল ৩টার পর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। রবিবার তার দেহ উদ্ধার হয়েছে। এদিকে, গোপালপুরের মতো পর্যটন এলাকায় কিশোরীর হাত-পা বাঁধা দেহ উদ্ধারের পর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

Related Articles