রাজ্যের খবর

‘উনি নাকি দেবতার থেকেও বড়, ধ্যান করার প্রয়োজন কী’, মোদিকে খোঁচা মমতার

"He is bigger than God, what is the need to meditate", Mamata jabs at Modi

The Truth Of Bengal : শেষ লগ্নের প্রচারে আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের। বারুইপুরের সভায় তিনি বলেন, ‘ধ্যান করলেই ক্যামেরা ছুটবে। আর লোককে দেখায়, ধ্যান করছি।’ লোকসভা ভোটের প্রচার শেষে ধ্যানে বসবেন প্রধানমন্ত্রী। তামিলনাড়ুর কন্যাকুমারীতে দু’দিন ধ্যানমগ্ন হবেন তিনি। যে শিলাখণ্ডে বসে ধ্যান করেছিলেন স্বামী বিবেকানন্দ, সেই শিলাখণ্ডে ধ্যানে বসবেন প্রধানমন্ত্রী। কাকদ্বীপের প্রচার সেরে সরাসরি তাঁর চলে যাওয়ার কথা তামিলনাড়ুতে।

প্রধানমন্ত্রীর ধ্যান করারকে কটাক্ষ করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বারুইপুরের সভা থেকে এই নিয়ে মোদিকে নিশানা করে মমতা বলেন, ‘ধ্যান করলেই ক্যামেরা ছুটবে। প্রতি বার দেখবেন, নির্বাচনের শেষ দফার ৪৮ ঘণ্টা আগে কোথাও না কোথাও বসে থাকেন। আর লোককে দেখায়, ধ্যান করছি। সমুদ্রের ওপর একটা ভাল জায়গা। ওখানে লোকে ঘুরতে যান, স্বামীজি খুব ভালবাসতেন। আর সেখানে গিয়ে উনি ধ্যান করবেন। উনি নাকি দেবতার থেকেও বড় দেবতা। তাই যদি হয়, তবে ওঁর ধ্যান করার কী প্রয়োজন, লোকে ওঁর ধ্যান করবে।’

কয়েকদিন আগে প্রধানমন্ত্রী বলতে শোনা গিয়েছিল, তিনি নাকি ঈশ্বরের দূত। তাঁর জন্ম বায়োলজিক্যাল নয়’। এদিন সেই প্রসঙ্গেও মোদিকে খোঁচা দেন মমতা। বলেন, ‘প্রধানমন্ত্রী বলেন তাঁর বায়োলজিক্যাল বাবা-মা নেই। তাঁকে নাকি ঈশ্বর পাঠিয়েছেন। তিনি নাকি ঈশ্বরের দূত।’

১ জুন শনিবার সপ্তম দফা তথা শেষ দফার ভোটগ্রহণ। এই দফায় বাংলার ৯টি আসনে ভোটগ্রহণ হবে। শেষ লগ্নে তাই রাজনৈতিক দলগুলিও জোরকদমে ভোটপ্রচার চালাচ্ছেন। বুধবার বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনটি কর্মসূচি রয়েছে। প্রথম কর্মসূচি ছিল বারুইপুরে। পরে শ্যামবাজারে পদযাত্রা করবেন। শেষে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে মেটিয়াবুরুজে সভা করবেন। সেখানে ক মঞ্চে থাকা অভিষেক-মমতা।

Related Articles