প্রতীক্ষার অবসান! দুধিয়ায় হিউম পাইপের ব্রিজ দিয়ে শুরু যান চলাচল
খুশি পর্যটক থেকে শুরু করে সাধারণ মানুষ
Truth Of Bengal: প্রতীক্ষার অবসান! দুধিয়ায় হিউম পাইপের ব্রিজ দিয়ে শুরু হল যান চলাচল। এমতাবস্থায় খুশি পর্যটক থেকে শুরু করে সাধারণ মানুষ।
আরও পড়ুনঃ ছটপুজোর প্রস্তুতিতে ব্যস্ত পুরুলিয়া
প্রশাসন সূত্রে খবর, এই মুহূর্তে শিলিগুড়ি থেকে মিরিকের যে রাস্তা তা একেবারে জুড়ে গেল। তবে এখন একমুখী যান চলাচল করতে পারবে। এবং পুলিশ পিকেট বসানো থাকবে। যদিও এই মুহূর্তে ভাড়ি যান চলাচলে ছাড় নেই বল জানা যায়।

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
উল্লেখ্য, চলতি মাসের ৪ তারিখ রাতে একটানা বর্ষণের কারণে ফুলে ফেঁপে ওঠে পাহাড়ি নদী। জলস্থল এতটাই বেড়ে যায় যে জলের চাপে শিলিগুড়ি থেকে মিরিকগামী দুধিয়া এলাকায় দুধী আর লোহার ব্রিজ ভেঙে পড়ে। এবং শিলিগুড়ির সঙ্গে মিরিকের সড়ক যাওয়ার যোগ কিছুটা ব্যাহত হয়।

এই ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তিনি নিজেই ঘটনাস্থল থেকে জানিয়েছিলেন যে দ্রুত হিউম পাইপের ব্রিজ তৈরি করে দেওয়া হবে। এরপরেই যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে শুরু করে পূর্ত দফতর। টানা কুড়ি থেকে বাইশ দিন বন্ধ থাকার পর অবশেষে কাজ সমাপ্ত হতেই হিউম পাইপের ব্রিজ দিয়ে যান চলাচল শুরু হয়। তবে একেবারে এই যে হিউম পাইপের ব্রিজ তা দিয়ে ভারী যান চলাচল নিষেধাজ্ঞা করা হয়েছে। পাশাপাশি ভেঙে পড়া লোহার ব্রিজ তাও মেরামতি করা হবে। যদিও সেই ব্রিজ মেরামতি করতে বেশ সময় লাগবে বলে প্রশাসন সূত্রে খবর।






