রাজ্যের খবর

রেশনে নিম্নমানের চাল! ডিলারকে ঘিরে বিক্ষোভ গ্রাহকদের

ডিলার প্রতিবার আশ্বাস দিয়েছিলেন ভাল চাল দেওয়ার। কিন্তু ডিলারের সেই আশ্বাস বাস্তবে দেখা যায়নি।

Truth Of Bengal: রেশন ডিলারের বিরুদ্ধে বহুদিন ধরেই নিম্নমানের চাল দেওয়ার অভিযোগ উঠছিল। এলাকার মানুষ বহুবার ডিলারের কাছে অভিযোগ জানিয়েছিল নিম্নমানের চাল না দেওয়ার জন্য। ডিলার প্রতিবার আশ্বাস দিয়েছিলেন ভাল চাল দেওয়ার। কিন্তু ডিলারের সেই আশ্বাস বাস্তবে দেখা যায়নি।

আবার খারাপ মানের দেওয়ার অভিযোগ ওঠে। যা দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন গ্রাহকরা। মঙ্গলবার খারাপ চাল দেওয়া হলে গ্রাহকরা রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। খবর শুনে ঘটনাস্থলে যান বিডিও অফিসের কর্মীরা। তাদেরকেও ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে বিক্ষোভকারীরা।

উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার মাটিয়া থানার আকিপুর এলাকার ঘটনায় ছড়ায় চাঞ্চল্য। এলাকার মানুষের দাবি, নিম্নমানের যে চাল দেওয়া হয় তা খাওয়ার অযোগ্য। তাই তাঁরা বাধ্য হয়ে বিক্ষোভ দেখিয়েছেন। বিডিও অফিসের তরফে আশ্বাস দেওয়া হয়েছে বিষয়টি দেখার। এই আশ্বাস পেয়ে শান্ত হয় এলাকার লোকজন।

Related Articles