ইডির দায়ের করা মামলায় জামিন পেলেন অনুব্রত মণ্ডল
Anubrata Mondal got bail in the case filed by ED

Truth Of Bengal : ২০২২ সালের ১১ অগস্ট গ্রেফতার হয়েছিলেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। আজ, ২০ সেপ্টেম্বর ২০২৪ জামিন মেলেন তিনি।
https://t.co/OJm9nlgDJP pic.twitter.com/zeTo9MZDRR
— TOB DIGITAL (@DigitalTob) September 20, 2024
- জামিন পেলেন অনুব্রত মণ্ডল
- ইডির দায়ের করা মামলায় জামিন পেলেন তিনি
- ১০ লক্ষ টাকার ব্যক্তিগত ওয়ানডে জামিন
- পুজোর আগে বড়সড় ষষ্ঠী অনুব্রত মণ্ডলের
- মেয়ে সুকন্যার পর এবার জামিন পেলেন অনুব্রত মণ্ডল
- আগামীকালই জেল থেকে ছাড়া পাওয়ার সম্ভাবনা
- সিবিআই এর পর ইডির দায়ের করা মামলাতেও এবার জামিন পেলেন অনুব্রত মণ্ডল
- দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে জামিন মঞ্জুর অনুব্রত মণ্ডলের
- পুজোর আগে বাড়ি ফিরছেন কেষ্ট
- পুজোর আগেই জেলমুক্ত অনুব্রত
- গরু পাচার মামলায় জামিন পেলেন তিনি
গরু পাচার মামলায় সিবিআইয়ের পর এবার ইডির দায়ের করা মামলায় জামিন পেলেন অনুব্রত মণ্ডল। ১০ লক্ষ টাকার ব্যক্তিগত ওয়ানডে জামিন পেয়েছেন তিনি। মেয়ে সুকন্যার পর এবার জামিন পেলেন তিনি। আজ দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে জামিন মঞ্জুর হয় তৃণমূল নেতার। পুজোর আগেই জেলমুক্ত হওয়ায় স্বাভাবিকভাবেই বড়সড় ষষ্ঠী লাভ হল অনুব্রতর তা বলাই যায়।
প্রসঙ্গত, এর আগে গত ৩০ জুলাই গরু পাচার কাণ্ডে সিবিআইয়ের মামলায় জামিন পেয়েছিলেন। সেইবার জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব জানিয়েছিলেন, ইডি-র মামলায় অনুব্রত মণ্ডল জামিন পেলে তাঁকে সংবর্ধনা দেওয়া হবে। গরু পাচার মামলায় অভিযোগ মুক্ত হওয়ার জন্য সুপ্রিমকোর্টে গিয়েছিলেন অনুব্রত মণ্ডল। সেই আবেদনে সাড়া দিয়ে বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চে শুনানি হয়েছিল তাঁর। ডিভিশন বেঞ্চ অনুব্রত-র আইনজীবীর বক্তব্য শোনার পর সিবিআইয়ের মামলায় তাঁকে জামিন দেওয়া হয়েছিল।