
The Truth of Bengal: শীতের দুপুরে উনুনে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হলেন এক গৃহবধু। শনিবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার সুলিয়াপাড়া এলাকায়। পরিজনেরা আহত মহিলাকে প্রথমে ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। সেখান থেকে স্থানান্তর করা হয় রায়গঞ্জ মেডিকেল ।
অগ্নিদগ্ধ মহিলার পরিবারের তরফে জানাযায়, সন্তান প্রসবের পর আশা সরকার সুলিয়া পাড়ায় বাবার বাড়ি এসেছিল বিগত ১ মাস আগে। তার ১ মাসের একটি সন্তান রয়েছে। তবে এদিন বাড়ির বাইরে উনুনে সে একাই বসে আগুন পোহাচ্ছিল। সেই সময় হঠাৎ তার গায়ে আগুন লেগে যায়। আশা চিৎকারে বাড়ি থেকে বেরিয়ে আসে তার পরিজনেরা।
চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয়দের সহযোগিতায় ওই গৃহবধূর পরিজনেরা তাকে প্রথমে ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর গৃহবধুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে তৎক্ষণাৎ রায়গঞ্জ মেডিকেলে স্থানান্তর করে চিকিৎসক। ঘটনায় উদ্বেগে রয়েছে গৃহবধুর পরিজনেরা।