রাজ্যের খবর
এক কুকুরের কামড়ে আহত ৩০, আতঙ্কে পাঁচটি গ্রাম
30 injured in dog bite, five villages in panic

Truth Of Bengal: এক কুকুরের আতঙ্কে ভুগছে পাঁচটি গ্রাম। সেই কুকুরের কামড়ে আহত ৩০ জনের অধিক। উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের ঝাউখালি, চাপা রুই, রামনগর, মালিদা, বাজিতপুর এই পাঁচটি গ্রামের মানুষ একটি কুকুরের আতঙ্কে ভুগছে। একের পর এক গ্রামে সাধারণ মানুষকে কামড়াচ্ছে এই কুকুর।
অভিযোগ, কুকুরের কামড়ে আহত হয়ে বাগদা গ্রামীণ হাসপাতালে এসে মিলছে না ভ্যাকসিন। কুকুরের কামড়ে আক্রান্তদের পাশে এসে দাঁড়ালো বাগদা গ্রাম পঞ্চায়েতের প্রধান সনজিৎ সরদার। অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে বেলেঘাটা আই ডি হাসপাতালে ভ্যাকসিন নেওয়ার জন্য আক্রান্তদের পাঠালেন তিনি।
অন্যদিকে হাসপাতাল সূত্রে খবর, ভ্যাকসিনের সাপ্লাই না থাকার কারণে ভ্যাকসিন দেওয়া যাচ্ছে না। এই বিষয়ে বাগদা গ্রামীণ হাসপাতাল কর্তৃপক্ষ কোনো বক্তব্য দিতে চায়নি।