খেলা

আইসিইউতে ভরতি শ্রেয়স! জল্পনা বাড়ছে দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলা নিয়ে

কিন্তু শ্রেয়স বর্তমানে কেমন আছেন তা নিয়েই জল্পনা বাড়তে থাকে আপামর ক্রিকেটপ্রেমীদের মধ্যে।

Truth Of Bengal: সিডনিতে ভারত বনাম অস্ট্রেলিয়ার তৃতীয় একদিনের ম্যাচ চলাকালীনই বাম পাঁজরে গুরুতর চোট পান শ্রেয়স আইয়ার। তারপর চিকিৎসার জন্য শ্রেয়সকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শ্রেয়স বর্তমানে কেমন আছেন তা নিয়েই জল্পনা বাড়তে থাকে আপামর ক্রিকেটপ্রেমীদের মধ্যে। তবে বিসিসিআই এখন পর্যন্ত শ্রেয়সের চোটের ব্যাপারে সরকারিভাবে কিছু না জানালেও সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, পঞ্জাব অধিনায়কের চোট যথেষ্ট গুরুতর হওয়ায় তাঁকে ইতিমধ্যেই হাসপাতালের আইসিইউতে ভরতি হতে হয়েছে।

এখানেই শেষ নয়, বহুল প্রচলিত সংবাদ মাধ্যম সূত্রে আরও জানা গিয়েছে, সিডনির মাঠ থেকে হাসপাতালে নিয়ে আসার পর থেকে নাকি আইয়ার আইসিইউতেই চিকিৎসাধীন রয়েছেন। এবং আইয়ারের চোটের জায়গা রক্তক্ষরণ হওয়ার দরুণ তাঁকে সেদিন থেকে চিকিৎসকদের পর্যবেক্ষণেই রাখা হয়েছে। কবে শ্রেয়সকে আইসিইউ থেকে জেনারেল বেডে স্থানান্তরিত করা হবে  সেই বিষয়ে জানাতে গিয়ে ওই সংবাদমাধ্যম সূত্রে বলা হয়েছে, আপাতত আরও কয়েকদিন হয়ত শ্রেয়সকে আইসিইউতেই থাকতে হবে। যেহেতু তাঁর রক্তক্ষরণ হচ্ছে তাই তা থেকে যাতে সংক্রমণ কিছু না হয়, তার জন্য চিকিৎসকরা নজরে রেখেছেন তাঁকে।

শ্রেয়সের চোটের যা অবস্থা শোনা যাচ্ছে, ফলে আগামী দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে তাঁকে দলে পাওয়া যাবে কি না তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। কেননা মনে করা হচ্ছে শ্রেয়সের সুস্থ হয়ে মাঠে ফিরতে আরও বেশ কিছুদিন সময় লাগবে। তবে সকলেই প্রার্থনা করছেন যাতে শ্রেয়স যত দ্রুত সুস্থ হয়ে আবার মাঠে ফিরতে পারেন।

এদিকে শ্রেয়সের চোট পাওয়ার খবর পেয়ে দেশে চিন্তায় রয়েছেন তাঁর বাবা ও মা। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, শ্রেয়সের বাবা ও মা ইতিমধ্যেই শ্রেয়সের পাশে দাঁড়াতে অস্ট্রেলিয়া উড়ে যেতে চান। এবং সেই কারণে তাঁরা ভারত সরকারের কাছে ভিসার আবেদনও করেছেন। শ্রেয়সের চোটের বিষয়টি মোটেই হালকাভাবে দেখছে না বলে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডও জানিয়েছে। তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, যতদিন না শ্রেয়স পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন, ততদিন সিডনিতে থেকেই টিম ইন্ডিয়ার ব্যাটারের শারীরীক পর্যবেক্ষণ করবেন দলের চিকিৎসক।