মাণ্ডবী পাড়ে সুপার কাপে চেন্নাইয়িনকে হারাল লাল-হলুদ, জোড়া গোল বিপিনের
এই ম্যাচে অস্কার গোলে দেবজিতের বদলে গিলকে নামিয়েছিলেন শুরু থেকেই। এবং মাঝমাঠেও প্রথম একাদশে ছিলেন মিগুয়েল।
 
						Truth Of Bengal: মঙ্গলবার বামবোলিম স্টেডিয়ামে সুপার কাপের গ্রুপ লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে চেন্নাইয়িনের মুখোমুখি হয়েছিল ইমামি ইস্টবেঙ্গল। আগামী ৩১ তারিখ ডার্বির আগে এই ম্যাচে জয়টা লাল-হলুদের কাছে জয়টা বিশেষ গুরুত্বপূর্ণ ছিল। কেননা প্রথম ম্যাচে অখ্যাত ডেম্পোর কাছে এগিয়ে গিয়েও পয়েন্ট হারাতে হয়েছে লাল-হলুদকে। কাজেই ক্লিফোর্ড মিরান্ডার দলের বিপক্ষে জয়টা অত্যন্ত গুরুত্ব ছিল ইস্টবেঙ্গলের কাছে। এবং সেই ম্যাচে বড় জয় পেল মশাল ব্রিগেড। খেলার ফল ৪-০।
এই ম্যাচে অস্কার গোলে দেবজিতের বদলে গিলকে নামিয়েছিলেন শুরু থেকেই। এবং মাঝমাঠেও প্রথম একাদশে ছিলেন মিগুয়েল। চার ডিফেন্ডার, আনোয়ার, কেভিনের সঙ্গে রাকিপ ও জয়। মাঝমাঠে মিগুয়েল, রশিদ, ক্রেসপো, তিন ফরোয়ার্ডে বিপিন, মহেশ এবং হামিদ। ম্যাচের শুরু থেকেই চেন্নাইয়িনের বিপক্ষে ঝাঁপিয়ে পড়তে থাকে আনোয়ার-মিগুয়েল-বিপিনরা। বিশেষ করে বাম প্রান্ত ব্যবহার করে চেন্নাই বক্সে ঝড় তোলার চেষ্টা করছিল মশাল ব্রিগেড। মাঝমাঠের দখল নিয়ে দুই প্রান্ত ব্যবহার করে আক্রমণে এলেও গোলের দেখা মিলছিল না। তারই মধ্যে বেশ কিছু সুযোগও হাতছাড়া করে ইস্টবেঙ্গল। না হলে আরও আগে এগিয়ে যেতে পারত মশাল ব্রিগেড।
ইস্টবেঙ্গলকে প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয় প্রায় ৩৪ মিনিট পর্যন্ত। বিপিনকে বক্সের বাইরে লালদিনপুইয়া ফাউল করলে ফ্রিকিক পায় অস্কারের দল। মহেশের ফ্রিকিক থেকে মাথা ছুঁইয়ে স্কোরশিটে প্রথম নাম তুললেন ডিফেন্ডার কেভিন।
অস্কারের দল তাদের দ্বিতীয় গোলটি পেয়ে যায় ৩৮ মিনিটের মাথায়। একটি পরিকল্পিত আক্রমণ থেকে মহেশের কাছ থেকে বল পেয়ে ব্যবধান বাড়ান বিপিন। এরপর প্রথমার্ধের অতিরিক্ত সময়ে দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোলটি করেন সেই বিপিন। বিরতির আগে তিন গোলে এগিয়ে যাওয়ার ফলে দ্বিতীয়ার্ধে প্রীতম-মন্দরারা খেলায় ফেরার চেষ্টা করলেও লাভের লাভ কিছু হয়নি।
এদিকে দল বড় ব্যবধানে এগিয়ে রয়েছে দেখে ডার্বির আগে তাই নিজের দলের খেলোয়াড়দের পরোখ করে নিলেন অস্কার, রাকিপের বদলে নুঙ্গা, হামিদের বদলে হিরোশী, আনোয়ারের বদলে জিসন, বিপিনের বদলে বিষ্ণু ও মহেশের বদলে এডমুন্ডকে নামিয়ে দেন। এরপর ম্যাচের প্রায় অন্তিম লগ্নে এসে হিরেশীর গোলে ফের ব্যবধান বাড়ায় লাল-হলুদ। এডমুন্ডকে চেন্নাই ডিফেন্ডার মন্দার বক্সের মধ্যে ফেলে দিলে পেনাল্টি পায় অস্কারের দল। তা থেকেই লাল-হলুদ জার্সিতে নিজের প্রথম গোল করে ফেললেন জাপানি স্ট্রাইকার। ডার্বির আগে যা বাড়তি অক্সিজেন দেবে ইস্টবেঙ্গলকে।
 
				





