ভোট কৌশল থেকে রাজনীতি! পিকে’র বিরুদ্ধে অভিযোগ স্বীকার কমিশনের
২০২১ সালের বিধানসভা ভোটে তৃণমূলের রাজনৈতিক পরামর্শক হিসেবে কাজ করেছিলেন কিশোর।
Truth Of Bengal: ভোট কৌশলবিদ থেকে রাজনীতিক হওয়া প্রাশান্ত কিশোর ফের বিতর্কের কেন্দ্রে। জানা গিয়েছে, তাঁর নাম নথিভুক্ত রয়েছে দুই রাজ্যের ভোটার তালিকায়, পশ্চিমবঙ্গ ও বিহার। নির্বাচন কমিশনের রেকর্ড অনুযায়ী, পশ্চিমবঙ্গে প্রাশান্ত কিশোরের ঠিকানা ১২১, কালীঘাট রোড, ভবানীপুর। ২০২১ সালের বিধানসভা ভোটে তৃণমূলের রাজনৈতিক পরামর্শক হিসেবে কাজ করেছিলেন কিশোর।
তাঁর ভোটকেন্দ্র হিসেবে তালিকাভুক্ত হয়েছে বি. রানীশঙ্করী লেনের সেন্ট হেলেন স্কুল। অন্যদিকে বিহারে তিনি ভোটার হিসেবে নাম তুলেছেন রোহতাস জেলার কারগাহর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কোনার গ্রামের মধ্য বিদ্যালয় ভোটকেন্দ্রে। বিষয়টি স্বীকার করে নিয়েছে নির্বাচন কমিশন। সোমবার দিল্লির বিজ্ঞান ভবন থেকে পশ্চিমবঙ্গ সহ ১২ টি রাজ্যের এসআইআর ঘোষনা করা হয়েছে।
সূত্রের খবর, চলতি মাসের ২৫ তারিখ প্রশান্ত কিশোরের হয়ে জনৈক ব্যক্তি সাত নম্বর ফর্ম ফিলাপ করেছেন। অর্থাৎ নাম কেটে দেওয়ার জন্য এই ফর্ম ব্যবহার হয়। নির্বাচন কমিশনের পরিষ্কার বক্তব্য, এখন অন্য কিছু করার জায়গা নেই। যেহেতু পশ্চিমবঙ্গে এস আই আর হবে তাই নিয়ম অনুসারে ভোটার তালিকা ফ্রিজ করে দেওয়া হয়েছে। এনুমারেশন ফর্ম প্রশান্ত কিশোরের বাড়িতেই যাবে। তারপর নিয়ম অনুসারে যা করার সেটা নির্বাচন কমিশন করবে বলে সূত্রের খবর।






