কলকাতা

বর্ষার বিদায় ঘন্টা, বাংলায় আবহাওয়ার বড় রদবদল!

Truth Of Bengal: চলতি বছর বর্ষাকালে একের পর এক নিম্নচাপ ও সক্রিয় মৌসুমী বায়ুর জেরে রেকর্ড বৃষ্টিপাতের সাক্ষী থেকেছে বাংলা। টানা বৃষ্টির কারণে রাজ্যের বহু এলাকায় দেখা দিয়েছে জলজট, ভোগান্তি আর প্রাকৃতিক দুর্যোগ। অবশেষে বহু প্রতীক্ষিত সেই বর্ষা এবার বিদায়ের পথে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী কয়েক ঘণ্টার মধ্যেই ধীরে ধীরে বাংলা থেকে বিদায় নেবে বর্ষা। বর্ষা বিদায়ের সঙ্গেই রাজ্যে শুরু হবে শুষ্ক আবহাওয়ার দাপট, যার প্রভাব আগামী সপ্তাহ থেকেই দৃশ্যমান হবে।

এই মুহূর্তে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ুর প্রভাবে কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। তবে আগামী দু’-তিন দিন এই আবহাওয়া বজায় থাকলেও, তারপরই আকাশ পরিষ্কার হতে শুরু করবে এবং ধাপে ধাপে বিদায় নেবে বর্ষা। পশ্চিমবঙ্গ ছাড়াও বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, ওড়িশা, সিকিম এবং তেলেঙ্গানার দিকেও বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় সামান্য থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে বেশি হতে পারে। তবে কোনও জেলাতেই ভারী বৃষ্টির আশঙ্কা নেই এবং তাই সতর্কতাও জারি করা হয়নি। আগামী সাত দিন জুড়ে দক্ষিণবঙ্গে চলবে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি, তবে বড় কোনও দুর্যোগের সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়াও ক্রমে স্থিতিশীল হচ্ছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং এবং আলিপুরদুয়ারে আজ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও, মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে শুষ্ক আবহাওয়ার প্রবণতা দেখা যাবে। পুজোর পর প্রবল বৃষ্টিপাত ও ধসের ফলে উত্তরবঙ্গে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। প্রাণ হারিয়েছেন অন্তত ২৫ জন। এখনও অনেকেই নিখোঁজ। তবে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিকের দিকে এগোচ্ছে, ছন্দে ফিরছে জনজীবন।

আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, যদিও ১০ অক্টোবর বর্ষা বিদায়ের নির্ধারিত সময় অতিক্রান্ত, তবে চলতি সপ্তাহেই বাংলায় বর্ষা বিদায়ের উপযুক্ত পরিবেশ তৈরি হবে। এরই মধ্যে রাজস্থান থেকে নির্ধারিত সময়ের আগেই বর্ষা বিদায় নিয়েছে। মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রের অনেক অঞ্চল থেকেও আগেভাগেই বর্ষা সরে গেছে। সাত বছর পর মহারাষ্ট্রে এই নজিরবিহীন আগাম বর্ষা বিদায় ঘটেছে।

এদিকে, ভারতের মৌসম ভবনের পূর্বাভাস বলছে, চলতি অক্টোবর মাসেও দেশে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণ ও মধ্য ভারতের রাজ্যগুলোতে বর্ষার রেশ বজায় থাকতে পারে। তবে এর মধ্যেই তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকবে। লা নিনা সক্রিয় হলে দ্রুত তাপমাত্রা কমতে পারে, ফলে শীতের আগমনও ত্বরান্বিত হতে পারে।

মৌসম ভবনের ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, “সাধারণভাবে লা নিনার সময় তাপমাত্রা কম থাকে। তবে এবার অক্টোবর জুড়ে দেশজুড়ে গড় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকতে পারে।”

সব মিলিয়ে বলা যায়, এবার বর্ষার পর্দা নামছে ধীরে ধীরে। তবে তার রেশ রেখে যাচ্ছে আবহাওয়ার নানা চমক ও অপ্রত্যাশিত রূপান্তর।

Related Articles