কলকাতা

পুজোয় পূর্ব রেলের বিশেষ ব্যবস্থা, ভিড় সামলাতে শিয়ালদা শাখায় অতিরিক্ত ৩১টি ট্রেন

২৭-২৮ সেপ্টেম্বর থেকে ১-২ অক্টোবর এর মধ্যে মোট ৩১টি নতুন পুজো স্পেশাল ইএমইউ পরিষেবা পরিচালিত হবে।

রাহুল চট্টোপাধ্যায়, কলকাতা: দুর্গাপুজোয় ট্রেনে যাত্রীর সংখ্যা বাড়বে। সেকথা মাথায় রেখে পূর্ব রেলওয়ে বিশেষ ইএমইউ পরিষেবা এবং ভিড় ব্যবস্থাপনা ব্যবস্থা সহ পূর্ব রেলের শিয়ালদহ বিভাগ ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে। প্রতিদিন শিয়ালদহ স্টেশন দিয়ে লক্ষ লক্ষ যাত্রী যাতায়াত করেন। উৎসবমুখর মরশুমে এই সংখ্যা বহুগুণ বৃদ্ধি পাবে বলে মনে করছে রেল কর্তৃপক্ষ। বিপুল ভিড়ের মধ্যে সকলের জন্য একটি মসৃণ, ঝামেলামুক্ত এবং নিরাপদ ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করার জন্য, পূর্ব রেলওয়ের শিয়ালদা বিভাগ একটি ব্যাপক পরিকল্পনা উন্মোচন করেছে।

এই উপলক্ষে এক সাংবাদিক বৈঠকে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার রাজীব সাক্সেনা, ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার শশী রঞ্জন কুমার, পূর্ব রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। এদিনের সাংবাদিক বৈঠকে ঘোষণা করা হয়, পুজোয় ভিড় সামলাতে ৩১টি বিশেষ ইএমইউ পরিষেবা চালু করা হয়েছে। শিয়ালদা স্টেশনে যাত্রী নিয়ন্ত্রণ করতে শিয়ালদহ স্টেশনে ২৭-২৮ সেপ্টেম্বর থেকে ১-২ অক্টোবর, ২০২৫ পর্যন্ত নির্দিষ্ট প্রবেশ এবং প্রস্থান পয়েন্ট নির্ধারণ করা হয়েছে।

২৭-২৮ সেপ্টেম্বর থেকে ১-২ অক্টোবর এর মধ্যে মোট ৩১টি নতুন পুজো স্পেশাল ইএমইউ পরিষেবা পরিচালিত হবে। শিয়ালদহ মেইন ও উত্তর বিভাগে ১৯টি পরিষেবা চালানো হবে। এগুলি হল শিয়ালদা-রানাঘাট-নৈহাটি-শিয়ালদা: ৬টি পরিষেবা রাত ৯:৪০ থেকে রাত ৩:১০ পর্যন্ত। শিয়ালদা-রানাঘাট:-২, নৈহাটি-রানাঘাট:- ২, শিয়ালদা-নৈহাটি:- ২ শিয়ালদা-কল্যাণী-শিয়ালদা: রাত ৯:১০ থেকে রাত ২:৫৫ পর্যন্ত ৪টি পরিষেবা। বনগাঁ-বারাসত-শিয়ালদহ: রাত ৯:২০ থেকে রাত ৪:৩০ পর্যন্ত ৪টি পরিষেবা।

শিয়ালদা-বনগাঁ:- ২, শিয়ালদা-বারাসত:- ২। রানাঘাট-নৈহাটি-কৃষ্ণনগর পৌনে বারোটা থেকে ভোর ৪ টা ৫৫ ঘন্টা পর্যন্ত ৫ টি পরিষেবা চলছে৷ রানাঘাট-কৃষ্ণনগর:-১,কৃষ্ণনগর-নৈহাটি:-২, কৃষ্ণনগর-কল্যাণী:- ১, কল্যাণী-রানাঘাট:- ১। শিয়ালদহ দক্ষিণ বিভাগ এ ১২ টি পরিষেবা। শিয়ালদহ (এস)-বারুইপুর: রাত এগারোটা চল্লিশ থেকে ভোর সাড়ে চারটে পর্যন্ত ৬টি পরিষেবা চলছে৷ শিয়ালদহ-বারুইপুর:-২, বালিগঞ্জ-বারুইপুর:-৪, শিয়ালদা -বজবজ: ৬টি পরিষেবা রাত ১১:৩০ থেকে ভোর ০৩:৪০ ঘন্টা পর্যন্ত চলবে। শিয়ালদা-বজবজ-২, নিউ আলিপুর-বজবজ-৪।

এই বিশেষ পরিষেবাগুলির লক্ষ্য যাত্রীদের জন্য একটি সুবিধাজনক এবং সহজলভ্য ভ্রমণের বিকল্প প্রদান করা, যা উৎসবের ভিড় কমাতে সাহায্য করবে। শিয়ালদহ বিভাগ সকল যাত্রীদের রেল কর্মীদের সাথে সহযোগিতা করার এবং একটি নিরাপদ এবং আনন্দময় উদযাপনের জন্য ভিড় ব্যবস্থাপনা নির্দেশিকা অনুসরণ করার জন্য অনুরোধ করছে।

Related Articles