
Truth Of Bengal: শীর্ষ আদালতের নির্দেশে আরজি কর হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে সিআইএসএফ জওয়ান। বুধবার সকালে হাসপাতাল কর্তৃপক্ষ ও কলকাতা পুলিশের সঙ্গে বৈঠক করলেন সিআইএসএফের ডিআইজি কুমার প্রতাপ সিং।
সুপ্রিম নির্দেশে আর জি করেন নিরাপত্তায় সিআইএসএফ। বুধবার সকাল ন’টা নাগাদ সিআইএসএফের ডিআইজি কুমার প্রতাপ সিংহ সহ সিআইএসএফ জওয়ানরা আসেন আরজ করে। প্রথমে প্রশাসনিক ভবনে কলকাতা পুলিশের আধিকারিক ও হাসপাতাল কর্তৃপক্ষের এর সঙ্গে বৈঠক করে।
এরপর হাসপাতালের একাধিক গেট ঘুরে দেখেন সিআইএসএফ আধিকারিকরা। কোথায় কত বাহিনী মোতায়েন হবে? হাসপাতালে কটি বিল্ডিং আছে নিরাপত্তা সংক্রান্ত এই যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করেন সিআইএসএফের ডিআইজি। বিশেষ করে হোস্টেল গুলির নিরাপত্তায় কত সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে তা নিয়ে আলোচনা হয়।
গত ১৪ আগস্ট রাতে আরজিকর হাসপাতালে হামলার ঘটনার পরে, নিরাপত্তার দায়িত্ব কেন্দ্রীয় বাহিনী হাতে তুলে দেওয়ার দাবি জানান চিকিৎসকেরা। গত মঙ্গলবার সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে উঠে আসে আরজি কর হাসপাতালের নিরাপত্তা।সলিসিটর জেনারেল তুষার মেহতা সুপ্রিম কোর্টকে আশ্বস্ত করেন, পর্যাপ্ত পরিমাণে সিআইএসএফ কিংবা সিআরপিএফ জওয়ানকে আরজি কর হাসপাতালে মোতায়েন করা যাবে।
রেসিডেন্ট ডাক্তারদের নিরাপত্তার জন্য হস্টেলেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে বলে আশ্বস্ত করেছিলেন সলিসিটর জেনারেল। রাজ্যের তরফে আইনজীবী কপিল সিব্বলও জানিয়েছিলেন, এই সিদ্ধান্তে তাদের কোনও আপত্তি নেই। সুপ্রিম কোর্টের সেই নির্দেশ দ্রুত কার্যকরে উদ্যোগী সিআইএসএফ।