Amartya Sen: হাজিরা নয়, বানান সংশোধনেই সমাধান, অমর্ত্য সেনের নাম বিভ্রাটে সিদ্ধান্ত কমিশনের
কমিশন সূত্রে জানা গিয়েছে, বিষয়টি কমিশনের নজরে আসামাত্রই দ্রুত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।
Truth of Bengal: ভোটার তালিকায় নামের বানান বিভ্রাট ঘিরে অযথা হাজিরা নয়,এই নীতিতেই অমর্ত্য সেন সংক্রান্ত ঘটনায় দ্রুত পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, অমর্ত্য সেনের নামের বানান ভুল থাকার কারণেই কম্পিউটার সিস্টেমে ‘মিস ম্যাচ’ হয় এবং সেই থেকেই তাঁর কাছে শুনানির নোটিস পৌঁছে যায়।নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, বিষয়টি কমিশনের নজরে আসামাত্রই দ্রুত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।
কমিশনের ব্যাখ্যা, এটি কোনও নাগরিকত্ব বা পরিচয় সংক্রান্ত সমস্যা নয়, সম্পূর্ণই একটি টেকনিক্যাল বানান বিভ্রাট।কম্পিউটার-জেনারেটেড প্রক্রিয়ায় নামের বানান না মিললে স্বয়ংক্রিয়ভাবে নোটিস ইস্যু হয়ে যায়।কমিশন আরও জানিয়েছে, নামের বানান সংশোধনের ক্ষমতা ইতিমধ্যেই বুথ লেভেল অফিসার (BLO)-দের হাতে দেওয়া রয়েছে। ফলে এই ক্ষেত্রে শুনানিতে হাজিরা দেওয়ার প্রয়োজন নেই। সংশ্লিষ্ট বিএলওই ভোটার তালিকায় নামের বানান সংশোধন করবেন।
নির্বাচন কমিশনের মতে, এই ধরনের বানানজনিত বিভ্রাটে সাধারণ ভোটারদের যেন অযথা হয়রানির শিকার হতে না হয়, সে বিষয়েই বিশেষ নজর দেওয়া হচ্ছে। একই সঙ্গে কমিশন জানিয়েছে, ভবিষ্যতে এই ধরনের ‘মিস ম্যাচ’ কমাতে তথ্য যাচাইয়ের প্রক্রিয়া আরও মজবুত করা হবে।






