Truth Of Bengal: বিহারের সমস্তিপুরে একটি স্থানীয় কার ওয়াশ স্টেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয় পরিষ্কার করা হচ্ছে! এমনই দাবি করছে নেটিজেনরা। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিয়োকে ঘিরে শুরু হয়েছে তুমুল সোরগোল। ভিডিয়োটি ওই কার ওয়াশের দোকানের মালিক নিজে করেছেন বলে জানা গিয়েছে।
Cars from Prime Minister Modi’s official convoy spotted being washed at a local washing point.
Source: Instagram @DelhiPolice https://t.co/EghbDPvkjB pic.twitter.com/NjLIJZR5dr
— घातक (@Neetivaan) October 25, 2025
ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রীর কনভয়ে ব্যবহৃত উচ্চমানের কালো এসইউভি গাড়ির মতো কয়েকটি গাড়ি পরিষ্কার করা হচ্ছে। অনেক নেটিজেন দাবি করেছেন, ভিডিয়োতে দেখা যাওয়া গাড়িগুলোর মধ্যে একটি হল প্রধানমন্ত্রীর ব্যবহৃত গাড়ি।
These guys posted the reel in Instagram pic.twitter.com/yxXE4IQewK
— घातक (@Neetivaan) October 25, 2025
আর একজন ব্যবহারকারী লিখেছেন, “প্রধানমন্ত্রীর গাড়ি স্থানীয় কার ওয়াশে পরিষ্কার করা হচ্ছে। কার ওয়াশের মালিক নিজে ভিডিয়োটি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। দ্রষ্টব্য, এটি প্রধানমন্ত্রীর কনভয়ের কোনও গাড়ি নয়, বরং সেই গাড়ি যেটিতে প্রধানমন্ত্রী ভ্রমণ করেন। সরকারি ব্যবস্থায় প্রধানমন্ত্রীর কনভয়ের জন্য নিশ্চয়ই একটি পৃথক ওয়াশিং ও সার্ভিসিং এলাকা রয়েছে, যা এসপিজি’র তত্ত্বাবধানে থাকে। তাহলে এটা কীভাবে সম্ভব হল? এটি একটি সম্ভাব্য নিরাপত্তা বিপর্যয়!”
The Prime Minister’s car being washed at a local car wash. The car wash owner made the video and posted it on Instagram.
Please note, this isn’t one of the cars from the PM’s cavalcade, but THE car in which the PM travels.
I’m sure there must be a dedicated washing and… pic.twitter.com/ZBvg0JwWaf
— THE SKIN DOCTOR (@theskindoctor13) October 25, 2025
তবে, কার ওয়াশের মালিক বিশ্বকর্মা মোটর বিজয়ের ইনস্টাগ্রাম পেজটি বর্তমানে ইনস্টাগ্রামে খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেকেই বলছেন পেজটি ডিলিট করে দেওয়া হয়েছে।






