Big Breaking: অবশেষে অন্তর্বর্তী জামিন পেলেন কেজরিওয়াল, শুভেছা মমতার
Big Breaking: Kejriwal, Shubesha Mamatar finally got interim bail

The Truth Of Bengal: জামিন পেলেন জেলবন্দি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। প্রায় ৪৯ দিন পর অন্তর্বর্তী জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল । আগামী ১ জুন পর্যন্ত তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট। ২ জুন তাঁকে আবারও হাজিরা দিতে হবে । আজ তিনি জামিন পাবেন কিনা তা দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় ছিল দেশ। অবশেষে তিনি জামিন পেলেন। এর আগে বারবার তিনি জামিনের আবেদন করেন। কিন্তু, প্রতিবার তাঁর আবেদন খারিজ হয়ে যায়।দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে লোকসভা নির্বাচনের প্রচারের অনুমতি দেওয়ার জন্য শুক্রবার অন্তর্বর্তীকালীন জামিন আটকাতে তৎপর ছিল ইডি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জামিনের বিরোধিতা করে একটি হলফনামা দাখিল করে। সেই হলফনামায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বলে, আইন সবার জন্য সমান। প্রচারের অধিকার কোনও মৌলিক অধিকারের মধ্যে পড়ে না। এমনকী এবিষয়ে কোনও সাংবিধানিক বা কোনও বৈধ আইনি অধিকার নেই। তাই তাঁর জামিনের বিরোধিতা করে ইডি।
#BREAKING Supreme Court directs release of Delhi CM Arvind Kejriwal on interim bail till June 1, 2024#SupremeCourtOfIndia@AamAadmiParty@dir_ed#ArvindKejriwal@ArvindKejriwal
— Bar and Bench (@barandbench) May 10, 2024
দিল্লির সাতটি আসনে আগামী ২৫ মে লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফায় ভোট হবে। গত মঙ্গলবার এই মামলার আবেদনের শুনানির সময় সুপ্রিম কোর্ট বলেছিল, কেজরিওয়াল দিল্লির নির্বাচিত মুখ্যমন্ত্রী। এবং তিনি স্বভাবগত অপরাধী নন। অন্যদিকে, গত ২১ মার্চ আবগারি দুর্নীতি মামলায় আপ প্রধানকে গ্রেফতার করা ইডি উল্লেখ করে যে, প্রচারের জন্য কখনও কোনও রাজনৈতিক নেতাকে এর আগে জামিন দেওয়া হয়নি। কেজরিওয়ালকে জেল থেকে বের করে তাঁর দলের প্রার্থীদের জন্য ভোট প্রচার করতে দেওয়া হলে তা একটি ভুল দৃষ্টান্ত হয়ে দাঁড়াবে।
লোকসভা ভোটের মধ্যে কি জামিন পাবেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল? চলতে থাকা এই প্রশ্নের মাঝে অবশেষ আজ জামিন পেলেন কেজরিওয়াল। আগামী ১ জুন পর্যন্ত তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট। অরবিন্দ কেজরিওয়াল অন্তর্বর্তী জামিন পাওয়ায় শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেজরিওয়ালের জামিনে লোকসভা ভোটে প্রভাব পড়বে এমনি মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ।
I am very happy to see that Shri Arvind Kejriwal @ArvindKejriwal has got interim bail. It will be very helpful in the context of the current elections.
— Mamata Banerjee (@MamataOfficial) May 10, 2024