Bank Fraud: ৩৬ হাজার কোটির জালিয়াতি ঠেকাতে ১২টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক আনছে নতুন সংস্থা!
নতুন এই প্ল্যাটফর্মটি ব্যাঙ্কের সমস্ত লেনদেনের উপর সার্বক্ষণিক নজর রাখবে এবং কোনো অ্যাকাউন্টে প্রতারণামূলক লেনদেন খুঁজে বের করাই হবে এর প্রধান লক্ষ্য।
Truth of Bengal: দেশের ব্যাংকিং ব্যবস্থায় জালিয়াতি ও প্রতারণা রুখতে এক যুগান্তকারী পদক্ষেপ নিতে চলেছে ভারতের দুটি বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক— স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) এবং ব্যাঙ্ক অফ বরোদা (বিওবি)। তারা একটি রিয়েল-টাইম ডিজিটাল পেমেন্ট ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম তৈরি করতে চলেছে, যা অনেকটা ‘ডিজিটাল পুলিশের’ মতো কাজ করবে। নতুন এই প্ল্যাটফর্মটি ব্যাঙ্কের সমস্ত লেনদেনের উপর সার্বক্ষণিক নজর রাখবে এবং কোনো অ্যাকাউন্টে প্রতারণামূলক লেনদেন খুঁজে বের করাই হবে এর প্রধান লক্ষ্য। এই প্ল্যাটফর্মের উদ্দেশ্য খুবই স্পষ্ট— ব্যাঙ্কিং ব্যবস্থার মধ্যে যে কোনো ধরনের জালিয়াতিকে হাতেনাতে ধরা ও দ্রুত ঠেকানো, যাতে গ্রাহকের অর্থ সুরক্ষিত থাকে।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (আরবিআই) তথ্য অনুযায়ী, গত অর্থবর্ষে দেশে জালিয়াতির পরিমাণ প্রায় তিন গুণ বেড়েছে। ৩৬ হাজার কোটিরও বেশি টাকা জালিয়াতদের কবলে চলে গিয়েছে। এই ভয়াবহ পরিস্থিতির মোকাবিলা করতেই নতুন এই প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে। জানা গিয়েছে, এসবিআই এবং ব্যাঙ্ক অফ বরোদা নেতৃত্ব দিলেও দেশের ১২টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কেরই এই নতুন প্ল্যাটফর্মে শেয়ার থাকছে। এই উদ্যোগের ফলস্বরূপ, ইন্ডিয়ান ডিজিটাল পেমেন্ট ইন্টেলিজেন্স কর্পোরেশন (IDPIC) নামে একটি নতুন সংস্থা তৈরি হচ্ছে। এই নতুন সংস্থা তৈরির ক্ষেত্রে শুরুতেই এসবিআই এবং ব্যাঙ্ক অফ বরোদা প্রত্যেকে ১০ কোটি টাকা করে দিচ্ছে। রিজার্ভ ব্যাঙ্ক এর আর্টিকলস অফ অ্যাসোসিয়েশনে অনুমোদন দিয়েছে। একটি সেকশন ৮ সংস্থা বা নন-প্রফিট অর্গানাইজেশন হিসাবে রেজিস্ট্রিকৃত এই সংস্থার মোট মূলধন হতে চলেছে ৫০০ কোটি টাকা।
নতুন এই সংস্থাটি রিজার্ভ ব্যাঙ্ক কর্তৃক তৈরি AI/ML (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স/মেশিন লার্নিং) মডেলের উপর নির্ভর করবে। এর মাধ্যমে খুব সহজে ‘Mule Accounts’ বা প্রতারণার কাজে ব্যবহৃত ভুয়ো অ্যাকাউন্টগুলিকে চিহ্নিত করা সম্ভব হবে। এনপিসিআই-এর প্রাক্তন চেয়ারম্যান এ পি হোতার নেতৃত্বাধীন কমিটির সুপারিশ মেনেই এই প্ল্যাটফর্মটি তৈরি হয়েছে। যদিও কানাড়া ব্যাঙ্ক এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ইতিমধ্যে রিজার্ভ ব্যাঙ্কের তৈরি MuleHunter.AI ব্যবহার করে, তবে নতুন এই সংস্থাটি হতে চলেছে আরও বড় এবং সেন্ট্রালাইজড একটি পরিকাঠামো। আশা করা হচ্ছে, এটি ভবিষ্যতে দেশের ডিজিটাল পরিকাঠামোর রক্ষাকবচ হিসেবে কাজ করবে।






