দেশ

Tamilnaru: শ্রীলঙ্কার ৩ নাগরিকের বেআইনি অনুপ্রবেশ! গ্রেফতার উপকূলরক্ষী বাহিনীর হাতে

মিলনাড়ুর ধনুষ্কোটি এবং সংলগ্ন এলাকায় কয়েকজন শ্রীলঙ্কার নাগরিকের বেআইনিভাবে অনুপ্রবেশের খবর গোপনসূত্রে পৌঁছয় উপকূলরক্ষী বাহিনীর কাছে।

Truth of Bengal: বেআইনি অনুপ্রবেশ তামিলনাড়ুতে। গ্রেফতার ৩ শ্রীলঙ্কার নাগরিক। ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর হাতে গ্রেফতার হন তারা। সূত্র মারফৎ জানা যায়, ফৌজদারি অপরাধেও অভিযোগ দায়ের হয় তাদের বিরুদ্ধে। তামিলনাড়ুর ( Tamilnaru) ধনুষ্কোটি এবং সংলগ্ন এলাকায় কয়েকজন শ্রীলঙ্কার নাগরিকের বেআইনিভাবে অনুপ্রবেশের খবর গোপনসূত্রে পৌঁছয় উপকূলরক্ষী বাহিনীর কাছে।

[আরও পড়ুনঃMolestation Case: কসবা কাণ্ডে উত্তাল বাংলা! এরই মাঝে টিউশন ফেরত ছাত্রীর শ্লীলতাহানি বারাসাতে ]

এরপরই সেখানে বাহিনীর তরফ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। লাগাতার চলে তাদের টহলদারি। সূত্রের খবর, ওই তিনজন যুবককেই তামিলনাড়ুর উপকূলে দেখতে পাওয়া গিয়েছিল শনিবার ভোরবেলা। উপকূলরক্ষী বাহিনীর নজর তাদের উপর পড়তেই গ্রেফতার করা হয় তাদের। ধৃতরা সুমিথ রোলান ফার্নান্দো, সাহারা গুনাথিলাগা এবং কবিলান। তাদের ভারতে আসার কারণ এখনও পর্যন্ত অস্পষ্ট। ধৃতদের জিজ্ঞাসাবাদের পরই সমস্ত ঘটনা স্পষ্ট হবে বলে তদন্তকারী আধিকারিক সূত্রে খবর। ।

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

উপকূলরক্ষী বাহিনীর আধিকারিক সূত্রে জানা যায়, তামিলনাড়ুর পাচমলাই জেলায় বেশ কিছু দিন ধরেই বসবাস করছিলেন ওই তিন জন যুবক। তবে সম্প্রতি ভারত ছাড়ার পরিকল্পনা ছিল তাদের। তবে শেষপর্যন্ত তিনজনকেই গ্রেফতার করা সম্ভব হয়। তদন্তকারী সূত্রে জন যায়, মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত ধৃতরা। যার কারণে বেআইনীভাবে ভারতে অনুপ্রবেশের তাদের।

Related Articles