বিনোদন

Dhumketu: “আমি তো জানি ওর মনে…..”, ‘ধুমকেতু’ নিয়ে কি বললেন রুক্মিণী?

এবার অবশেষে ছবিটা মুক্তি পেতে চলেছে। একটা আবেগ হয়ে উঠেছে এই ছবি। যেমন দূর্গাপুজো আমাদের কাছে আবেগ।

Truth Of Bengal: ২০০৮ সালে ‘চ্যালেঞ্জ’ ছবি মুক্তি পাওয়ার পর দেব- শুভশ্রী জুটি রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছিল। তারপর থেকেই বাড়তে শুরু করে তাঁদের ভক্তদের সংখ্যা। দুজনে এক সঙ্গে সিনেমা করবে শুনলেই তাঁদের ভক্তদের উন্মাদনা একেবারে তুঙ্গে পৌঁছে যেত। শুধু তাই নয়, এমন গুজবও উঠেছিল যে দুজনের মধ্যে রয়েছে প্রেমের সম্পর্ক। যদিও বর্তমানে শুভশ্রী সংসার করছেন রাজ চক্রবর্তীর সঙ্গে, আর দেব-রুক্মিণীর জুটিতে মজে গোটা টলিউড (Dhumketu)।

[আরও পড়ুন: “খর্ব করা হচ্ছে বাঙ্গালীদের অধিকার”, SIR নিয়ে বিস্ফোরক অভিষেক]

শেষবার এক সঙ্গে দেব-শুভশ্রী জুটি অভিনয় করেন ‘ধুমকেতু’ (Dhumketu) ছবিতে, যা মুক্তি পাওয়ার কথা ছিল বছর নয় আগে। কিন্তু আইনি জটিলতার কারণে হয়নি। তবে এবার তা মুক্তি পেতে চলেছে। শীঘ্রই প্রেক্ষাগৃহে দেখা যাবে বিশিষ্ট পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের এই ছবি। তবে প্রায় এক দশক হলেও এই জুটির ভক্তদের উন্মাদনা বা আগ্রহতে কোন ভাটা দেখা দেয়নি। বলতে গেলে, সকলেই এখন অপেক্ষা করছেন ছবিটি হলে দেখার জন্য। তার উপর দেব-শুভশ্রী জুটি ফ্যাক্টর তো রয়েছেই।

এবার ‘ধুমকেতু’ (Dhumketu) ছবিটি নিয়ে নিজের বক্তব্য জানালেন পর্দার ‘বিনোদিনী’, ওরফে রুক্মিণী মৈত্র। রবিবার তিনি একটি খুঁটিপুজোতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ব্যাপারে নিজের মতামত জানান। তিনি বলেন, “আমি তো দেখেছি দেব কতটা খেটেছে এই সিনেমার জন্য। গত ৯ বছরে প্রায় প্রতিদিন ধুমকেতুর রিলিজ নিয়ে কথা বলেছে। আমি তো জানি ওর মনে কি চলে। তবে এবার অবশেষে ছবিটা মুক্তি পেতে চলেছে। একটা আবেগ হয়ে উঠেছে এই ছবি। যেমন দূর্গাপুজো আমাদের কাছে আবেগ। এই বছর একটু আগেই চলে এলো দুর্গাপুজো দেবের কাছে।”

Related Articles