বিনোদন

“বাংলা ইন্ডাস্ট্রির অভিনেত্রী বলে?” ট্রোলের শিকার শুভশ্রী, স্ত্রীর সপক্ষে কড়া জবাব রাজের

এ নিয়ে স্টেডিয়াম চত্বরেই ক্ষোভ ও হতাশা উগরে দেন ফুটবলপ্রেমীরা। এই ক্ষোভ গিয়ে পড়ে টলি তারকা শুভশ্রীর ওপরও।

Truth Of Bengal: ফুটবল জাদুকরকে একঝলক দেখার আশায় কেউ জমিয়েছিলেন কলেজের টিফিনের পয়সা, কেউ বা বাবা সহ গোটা পরিবারকে আনন্দ দিতে হাজার হাজার টাকা খরচ করে কেটেছিলেন টিকিট। শনিবার যুবভারতীতে লিওনেল মেসি পা রাখতেই সেই আবেগের বাঁধ ভাঙে। কিন্তু স্টেডিয়ামে সাধারণ দর্শকদের স্বপ্নভঙ্গ হতে সময় লাগেনি। অভিযোগ, প্রভাবশালী ও ভিআইপিদের ভিড়ে আড়ালেই থেকে গেলেন মহাতারকা। মেসিকে ঘিরে থাকা ভিআইপি বলয়ের কারণে দূর থেকে একঝলক দেখার আশাটুকুও পূরণ হয়নি বহু সাধারণ অনুরাগী ও টিকিটধারীর। এ নিয়ে স্টেডিয়াম চত্বরেই ক্ষোভ ও হতাশা উগরে দেন ফুটবলপ্রেমীরা। এই ক্ষোভ গিয়ে পড়ে টলি তারকা শুভশ্রীর ওপরও।

শনিবার থেকে সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ছে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের একটি পোস্ট। সেখানে দেখা যায়, মেসির সঙ্গে হাসিমুখে পোজ দিয়েছেন তিনি। ভিআইপি সুবিধায় অভিনেত্রীর এমন ছবি প্রকাশ্যে আসতেই নেটিজেনদের একাংশ ক্ষোভে ফেটে পড়েন। সাধারণ দর্শকরা যখন দামী টিকিট কেটেও তারকাকে দেখার সুযোগ পাননি, তখন তারকারা কীভাবে এত সহজে কাছে পৌঁছলেন, তা নিয়ে ওঠে প্রশ্ন। শুরু হয় দেদার কটাক্ষ ও ট্রোলিং। স্ত্রী শুভশ্রীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় এই কুরুচিকর মন্তব্যের জেরে শেষমেশ মুখ খোলেন পরিচালক রাজ চক্রবর্তী। শুভশ্রীর পাশে দাঁড়িয়ে ট্রোলারদের কড়া ভাষায় জবাব দিয়েছেন।

সমাজমাধ্যমে পরিচালক রাজ লেখেন, “প্রথমেই বলি, গতকাল যুব ভারতী ক্রীড়াঙ্গনের অরাজকতা অনভিপ্রেত। এটা ফুটবল এবং ফুটবলপ্রেমী বাঙালির অসম্মান। এই অরাজগতার সম্মুখীন আমরা আগেও হয়েছি ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচে। তারপরেও কেন এত বড় ইভেন্টের কাঠামোগত সচেতনতায় ফাঁক থেকে গেল? আয়োজকেরা কী মেসি-র জনিপ্রিয়তা সম্পর্কে অবগত ছিলেন না? আমি অবশ্যই চাইবো দোষীরা শাস্তি পাক। বাঙালির আবেগ আহত হয়েছে গতকাল।”

প্রশ্নবান ছঁড়ে বলেন, “গতকালের অনুষ্ঠানে অনেকের মধ্যে আমন্ত্রিত ছিলেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির তরফে শুভশ্রী গাঙ্গুলী। এবং এই অরাজগতার মাঝে নিজের উপস্থিতির খেসারত দিতে হচ্ছে ওকে। ওর অপরাধ সোশ্যাল মিডিয়ায় মেসি-র সঙ্গে ছবি পোস্ট করা। যেখানে হাজার হাজার মানুষ দাম দিয়ে টিকিট কিনে নিজের স্বপ্নের নায়ক-কে একবারের জন্য দেখতে পেলেন না, প্রতারিত হলেন, বঞ্চিত হলেন, তাদের এই ক্ষোভ আসবেই৷ কিন্তু কিছু রাজনৈতিক নেতা যারা গোটা ঘটনার আগে পরে না থেকেও মন্তব্য ছুড়ছেন – ‘ একজন সিনেমার নায়িকার ওখানে থাকার কী দরকার? ‘, তাদের উদ্দেশ্যে বলি, শুভশ্রী গাঙ্গুলীকে কতটুকু চেনেন আপনারা? অভিনেত্রী বলে তিনি মেসির ভক্ত হতে পারেন না?”

তিনি আরও বলেন, “একজন মানুষের লিঙ্গ, পেশা, সম্পর্কের নিরিখে একাধিক সামাজিক পরিচয় থাকে। ঠিক তেমনই শুভশ্রী মা, কখনও বোন, কখনও স্ত্রী, কখনও অভিনেত্রী, কখনও বন্ধু, কখনও আবার কারো ফ্যান। সব কিছুর উপর তিনি একজন মানুষ। কিন্তু এক্ষেত্রে মানবিকতার সমস্ত পরিসীমা পেরিয়ে অভিনেত্রী শুভশ্রী গাঙুলী-কে টার্গেট করে মিম তৈরি করছেন, ট্রোল করছন, একটা অল্টারনেট ন্যারাটিভ তৈরি করছেন রাজনৈতিক নেতারা এবং কিছু সংখ্যক মিডিয়া।”

এরপরই তিনি মিডিয়ার কিছু মানুষের কথা তুলে ধরে বলেন, “গতকাল কিন্তু মিডিয়ার অনেক মানুষ উপস্থিত ছিল মাঠে। তারা কী করছিলেন? তারাই বা আড়ালে থেকে যাচ্ছেন কেন? এদিকে পরিচিত মুখ বলে একজন অভিনেত্রীর শারিরীক গঠন থেকে, তিনি বিধায়কের স্ত্রী, তাঁর সন্তান – পরিবার সব কিছুই সমালোচনায় বিষয় হয়ে উঠছে। কেন? তিনি একজন নারী বলে? বাংলা ইন্ডাস্ট্রির অভিনেত্রী বলে? যদি কোনও বলিউডের পরিচিত মুখ থাকতেন, আপনাদের ন্যারেটিভ এমনই হত?”

তিনি সেই সঙ্গে বলেন, “যারা ট্রোল করছেন তারা ভুলে যাচ্ছেন একজন মানুষের প্রতি, একজন নারীর প্রতি তাদের এই ব্যবহার থেকে যাবে আগামীর জন্যে। তাদের এই ব্যবহার থেকেই শিক্ষা নেবে আগামী প্রজন্ম। প্রতিবাদ আর অপমান দু’টো বিষয়ে বিস্তর ফারাক সেটা বোঝা এবং বোঝানো বিশেষ প্রয়োজন। গতকালের অরাজকতা, মাঠের মধ্যে যা কিছু হয়ে গেছে তার সঙ্গে শুভশ্রীর কোনো যোগাযোগ নেই। তিনিও আপনাদের মতই ফুটবলের মহাতারকাকে দেখতে গেছিলেন! শুভশ্রীও নিজেও গতকালের গোটা ঘটনাটি ভীষণভাবে আহত।”

শনিবারের ঘটনা বাংলার অপমান বলে দাবি করে তিনি লিখেছেন, “কালকরে অরাজকতা বাংলার অপমান। বাঙালির অপমান। আমাদের উচিত কালকের ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়া। আগামীকে শুধরাতে গেলে আমাদের সকলের একসাথে শেখা প্রয়োজন। আলোচনা সমালোচনায় সমাধান উঠে আসুক। ট্রোল কালচারে নয়।”

শেষে শুভশ্রীকে উদ্দেশ করে তিনি ইংরেজিতে লিখেছেন, “A woman with a voice, is by definition a strong woman and I know how strong you are! I love you, my wife. No matter where life takes us, I promise to always stand by your side.”

Related Articles