বিনোদন

আইনিভাবে বৈবাহিক জীবনের ১৭ বছর পার! আয়ুষ্মানকে নিয়ে আদুরে পোস্ট তাহিরার

জীবনের সবচেয়ে কঠিন সময়ে তিনি আয়ুষ্মানকে পাশে পেয়েছিলেন, তা জানিয়ে অভিনেতার প্রশংসাও করেন তিনি।

Truth Of Bengal: ২০০৮ সালে ছোটবেলার বন্ধু তাহিরাকে বিয়ে করেছেন বলিউডের বর্তমান প্রজন্মের অন্যতম জনপ্রিয় অভিনেতা আয়ুষ্মান খুরানা। দেখতে দেখতে একসঙ্গে দুজনে কাটিয়ে ফেলেছেন ১৭টা বছর। এই নিয়ে শনিবার স্বামীর উদ্দেশে একটি আদুরে পোস্ট করেন তাহিরা সমাজমাধ্যমে। নিজের ইনস্টাগ্রাম থেকে বিবাহের ছবি শেয়ার করে বার্তা দেন আয়ুষ্মান পত্নী। জীবনের সবচেয়ে কঠিন সময়ে তিনি আয়ুষ্মানকে পাশে পেয়েছিলেন, তা জানিয়ে অভিনেতার প্রশংসাও করেন তিনি।

শনিবার তাহিরা লেখেন, “১৭ বছর আমাদের আইনি বিয়ের। এদিন আমরা একে অপরের হয়েছিলাম আইনিভাবে। এই ওঠাপড়ার দুনিয়ায় তুমি আমার কনস্ট্যান্ট আর আমার মনে হয় তুমি সর্বদা ছিলে জীবনকাল থেকে। খারাপ সময়ও তুমি আমার থেকে নিজের সেরাটা বার করে আনো, যেটা আর কেউ করতে পারেনি আর পারবে না।” এই পোস্ট ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে চারিদিকে এবং এরপরই আয়ুষ্মানের অনুরাগীরা কমেন্ট করতে শুরু করেন। সকলেই শুভেচ্ছা জানান এবং প্রশংসা করেন কঠিন সময়ের মধ্যেও আয়ুষ্মানের শক্ত হয়ে দাঁড়িয়ে থাকাকে।

প্রসঙ্গত, আয়ুষ্মান খুরানার জীবনে এমন একটি সময় এসেছিল যখন স্ত্রী তাহিরা পড়েছিলেন মারণরোগের কবলে। তখন মনকে শক্ত করে পুরো পরিস্থিতি সামাল দিয়েছিলেন বলি অভিনেতা। বলতে গেলে, তাহিরা প্রতিমুহূর্তে পাশে পেয়েছিলেন আয়ুষ্মানকে। সেই সময়ে যেভাবে কষ্ট করেছেন অভিনেতা, তার প্রশংসা করেছিলেন তাঁর অনুরাগী থেকে শুরু করে অন্যান্য সাধারণ মানুষ। বলিউডে এই মুহূর্তে আয়ুষ্মান বেশ ভালই ছবি উপহার দিচ্ছেন দর্শকদের। তাঁর ঝুলিতে হিটের সংখ্যা একাধিক।