শিক্ষা

Healthcare Training: আইআইটি খড়গপুরের এই নতুন কোর্স পাল্টে দেবে আপনার জীবন, কীভাবে?

ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি খড়গপুর 'স্কুল ফর স্কিলস: হেলথকেয়ার অ্যান্ড টেকনোলজি' নামক নয়া কোর্স চালু করেছে।

Truth of Bengal: গ্রাম, আধা শহর বা মফঃস্বলের যুবক-যুবতীদের চাকরির সুযোগ করে দিতে দেশের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি খড়গপুর ‘স্কুল ফর স্কিলস: হেলথকেয়ার অ্যান্ড টেকনোলজি’ নামক নয়া কোর্স চালু করেছে। একেবারে তৃণমূল স্তরে কমিউনিটি লেভেল স্বাস্থ্য পরিষেবাকে আম জনতার দরবারে পৌঁছে দিতে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। বছরে ১৫০ জন পড়ুয়াকে বিষয়ভিত্তিক পড়াশোনার পাশাপাশি হাতেকলমে প্রশিক্ষণ দেওয়া হবে (Healthcare Training)।

আরও পড়ুনঃ Uttarakhand: মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত থারালি, নিখোঁজ বহু মানুষ

ন্যাশনাল স্কিলস কোয়ালিফিকেশস ফ্রেমওয়ার্কের অধীনে স্বল্প সময়ের সার্টিফিকেট কোর্স করা যাবে। জেনারেল ডিউটি অ্যাসিসট্যান্ট, এমারজেন্সি মেডিক্যাল টেকনিশিয়ান-বেসিক অ্যান্ড ফ্লেবোটোমিস্ট কোর্স করানো হবে। রোগীর যত্ন সঠিক পদ্ধতিতে নিতে ও জরুরি অবস্থায় কেমন ভাবে পরিস্থিতি সামলাতে হবে তার হাতেকলমে প্রশিক্ষণ দেওয়া হবে (Healthcare Training)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal

নভেম্বর থেকে প্রথম ব্যাচ শুরু হবে। সফল প্রশিক্ষণ শেষে পড়ুয়াদের হেলথকেয়ার সেক্টর স্কিল কাউন্সিলের তরফে সার্টিফিকেট দেওয়া হবে। সফল চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে আইআইটি খড়গপুরের ক্যাম্পাসের ভেতর থাকা শ্যামাপ্রসাদ মুখার্জি সুপার স্পেশালিটি হাসপাতালে (Healthcare Training)।

Related Articles