রাজ্যের খবর
Trending

রাজভবনে নারী নির্যাতনের ঘটনায় আরও চার জনকে তলব লালবাজারের

Lalbazar has summoned four more people in connection with the rape of women in Raj Bhavan

The Truth Of Bengal : রাজভবনে নারী নির্যাতনের ঘটনায় আরও তৎপর কলকাতা পুলিশ। আগেই রাজভবনের তিন কর্মীকে ডেকে পাঠিয়েছিল লালবাজার ওই তিনজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এবার আরও চারজনকে তলব করল লালবাজার।

রাজভবনে অস্থায়ী মহিলা কর্মীর শ্লীলতাহানি ঘটনায় সিআরপিসি ১৬০ নোটিশ দিয়ে এক চিকিৎসক সহ তিন রাজভবনের কর্মীকে ডেকে পাঠানো হয়েছে। রাজভবনের তিন কর্মীর বিরুদ্ধে হওয়া এফ আই আর এর যে দ্বিতীয় নোটিশ গিয়েছে তার পরিপ্রেক্ষিতে ওএসডি মেইল করে জানিয়েছেন ১০ দিন সময় লাগবে।

রাজভবনের তরফে চাওয়া হয়েছে এফ আই আর এর কপি। ইতিমধ্যে যে তিন কর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৬৬ ও ৩৪১ ধারায় সরকারি কর্মীকে নিগ্রহ ও বলপূর্বক আটকে রাখার মতো অভিযোগে মামলা রুজু করা হয়েছে। এবার লালবাজারে নজরে আরও চার কর্মী।

অন্যদিকে রাজভবন কাণ্ডে তিনজন আগাম জামিনের আবেদন করেন আদালতে। ওএসডি সহ তিনজনের আগাম জামিন মঞ্জুর করল আদালত। ব্যক্তিগত বন্দে বন্ড- এ জামিন দেওয়া হয় তাদের।

Related Articles