বিনোদন

ফুলেরার গল্প নিয়ে ফিরছে ‘পঞ্চায়েত’, মুক্তি পেল তারই ট্রেলার

'Panchayat' is coming back with Phulera's story, its trailer has been released

The Truth Of Bengal : সম্প্রতি মুক্তি পেয়েছে ‘পঞ্চায়েত সিজন থ্রি’ সিরিজটির ট্রেলার। যা দেখাড় পর রীতিমত উত্তেজনার পারদ তুঙে ওটিটি লভার দের। ফুলেরার গল্প নিয়ে ফিরছে ‘পঞ্চায়েত’ সঙ্গে ফিরছেন ‘অভিষেক স্যার’। ২০২০ সালের এপ্রিল মাসে মুক্তি পায় ‘পঞ্চায়েত’। তাঁর পর থেকেই ফুলেরা গ্রাম ও তার ‘সচিবজি’র প্রেমে পড়ে যান অনুরাগীরা। যত সহজ গল্প ততই মন কাড়ে দর্শকদের।

এই কথা একেবারে অক্ষরে অক্ষরে প্রমান করে দিয়েছে পঞ্চায়েত সিরিজটি। যেখানে অভিনয় করতে দেখা গিয়েছে প্রথাভাঙ্গা শিল্পীদের, তাঁদের মধ্যে অন্যতম জিতেন্দ্র কুমার, নীনা গুপ্তা, রঘুবীর যাদব, সানভিকা এবং আরও অনেকেই। এই সিরিজটি টানা দুইটি সিজন ধরে ওটিটিতে জনপ্রিয়তায় টপ রয়েছ। দর্শকরা দ্বিতীয় সিজেনের পর এই সিরিজের তৃতীয় সিজনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। তবে অবশেষে এই সিরিজটির ট্রেলার কথাও গিয়ে মনে ধরেছে ভিউয়ারদের। সব কিছু ঠিকঠাক থাকলে শোটি প্রাইম ভিডিয়োতে মুক্তি পাবে চলতি বছরের ২৮ শে মে।

Related Articles