দেশ

ভোটের মাঝেই বিহারে খুন নেতা!জেডিইউ নেতাকে গুলি করে খুন

Jdu leader murder 

The Truth of Bengal: লোকসভা নির্বাচনের মাঝেই বিহারে খুন জেডিইউ নেতা। এলোপাথাড়ি গুলি করে খুন করা হয় নীতিশ কুমারের দলের যুবনেতা সৌরভ কুমারকে। আততায়ীরা বাইকে করে এসে গুলি করে চম্পট দেয়। ঘটনায় পটনা পুলিশের স্পেশাল টিম ঘটনাস্থলে পৌঁছয় এবং সিসিটিভি খুটিয়ে দেখে তদন্তে নেমে পড়েছে। লোকসভা নির্নবাচনের মাঝেই বিহারে খুন জে়ডিইউ নেতা। গুলি করে খুন করা হল নীতীশ কুমারের দল জনতা দল ইউনাইটেড  এর যুব নেতা সৌরভ কুমারকে।  সূত্রের খবর, পাটনায় একটি বিয়েবাড়িতে গিয়েছিলেন সৌরভ কুমার।

সেখান থেকে বাইকে করেই ফিরছিলেন সৌরভ। জেডিইউ নেতার সঙ্গে মুনমুন নামক এক যুবকও ছিল। সেই সময় হঠাৎই বাইকে চেপে চারজন দুস্কৃতি এসে সৌরভকে ঘিরে ধরে। এরপর যুব নেতাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়।সৌরভের ঘাড়ে ও মাথায় গুলি লাগে। সঙ্গে থাকা আরেক যুবককে লক্ষ্য করেও তিনটি গুলি চালায় অভিযুক্তরা। এরপরই ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় অভিযুক্তরা। ঘটনাটি ঘটেছে পাটনার পারসা বা়জার এলাকায়। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে  হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা সৌরভকে মৃত বলে ঘোষণা করে।

গুলিবিদ্ধ অপর যুবকের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে বিহারে। স্থানীয় বাসিন্দারা রাতভর অবরোধ-বিক্ষোভ দেখান। ঘটনার পর রাতেই পটনা পুলিশের স্পেশাল টিম ঘটনাস্থলে পৌঁছয় এবং তদন্ত শুরু করে। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। এদিকে, জেডিইউ-র যুবনেতা খুনের খবর পেতেই তাঁর বাড়িতে পৌঁছন লালু প্রসাদ যাদবেক কন্যা মিশা ভারতী। তবে এই ঘটনায় এখনও অবধি নীতীশ কুমারের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সবমিলিয়ে ভোটের মাঝেই খুন হওয়ায় বিহারের রাজ্য-রাজনীতিতে বাড়ছে উত্তাপ।

Related Articles