‘হিন্দু মন্দির তৈরি হওয়ায় আল্লার গজবের মুখে দুবাই’, পাকিস্তানি ব্যক্তির বক্তব্য ভাইরাল
'Dubai faced Allah's wrath because it built BAPS Mandir': Pakistani's shocking take on historic floods

The Truth of Bengal: অতিবৃষ্টিতে বিপর্যস্ত দুবাই। গত ৭৫ বছরে এমন বৃষ্টি দেখা যায়নি মরু শহরে। কেন এমন বৃষ্টি? বিজ্ঞানীরা কারণ খোঁজার চেষ্টা করছেন। তবে অন্যরকম একটি কারণের কথা বললেন এক পাকিস্তানি। এক মহিলার সঙ্গে সাক্ষাৎকারে ওই ব্যক্তিতে বলতে শোনা যাচ্ছে, সম্প্রতি আবুধাবিতে একটি হিন্দু মন্দির নির্মাণ হয়েছে। তাই আল্লাহর ক্রোধের মুখোমুখি হতে হচ্ছে দুবাইকে। দুবাইতে যদি কোনও গজব নেমে আসে তা হলে তা এসেছে আল্লার তরফ থেকে। যা আল্লার তরফ থেকে আসে তা নিয়ন্ত্রণের ক্ষমতা থাকে না মানুষের। এখন সেটাই হচ্ছে দুবাইতে। ইন্টারভিউতে সাফ জানালেন ওই পাকিস্তানি ব্যক্তি। যে ভিডিয়োটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। পক্ষে-বিপক্ষে নানা মন্তব্য করছেন নেটিজেনরা।
সংযুক্ত আরব আমিরশাহী শুষ্ক জলবায়ুর জন্য পরিচিত। সম্প্রতি অভূতপূর্ব বৃষ্টিপাতের সামনে পড়তে হয়েছে দেশটিকে। ন্যাশনাল সেন্টার অফ মেটিওরোলজি জানিয়েছে, গত 75 বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। এমন পরিস্থিতির জন্য একেবারে বিপর্যস্ত দুবাই। বিশ্বের প্রায় সব দেশের সঙ্গে বন্ধ যায় উড়ান। শহরে জমে যাওয়া জল নামানো যাচ্ছে না। কারণ, শহর গড়ে তোলার সময় তেমন ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা হয়নি। এখন তাই অতিবৃষ্টিতে জমা জল সরাতে সমস্যা হচ্ছে।
“…Prophet Muhammad was an idol breaker; hence, Allah punished Dubai for not following Sunnah…”
– Common Pakistani Islamist pic.twitter.com/5EqxK4GcKi
— Pakistan Untold (@pakistan_untold) April 22, 2024
২০১৫ সালে সংযুক্ত আরব আমিরশাহীতে সফরের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আবুধাবিতে একটি হিন্দু মন্দির প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা শুরু করেছিলেন। পরবর্তীকালে সংযুক্ত আরব আমিরশাহী সরকার মন্দির নির্মাণের জন্য জমি বরাদ্দ করে। ২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি মন্দিরটি উদ্বোধন করেন। মন্দির উদ্বোধনের পর মোদি বলেছিলেন, ’এই মন্দিরটি সমগ্র বিশ্বের জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি এবং বৈশ্বিক ঐক্যের প্রতীক হয়ে উঠবে। সংযুক্ত আরব আমিশাহীর মন্ত্রী শেখ নাহিয়ান আল মুবারক ছিলেন প্রধানমন্ত্রীর পাশে।
সেই মন্দির নাকি দুবাইয়ে সাম্প্রতিক বিপর্যয়ের জন্য দায়ী। অন্তত এমনটাই মনে করছেন সোশ্যাল মিড়িয়ায় ভাইরাল হওয়া ওই পাকিস্তানি ব্যক্তি। যে ভিডিয়োটি নিয়ে এখন সরগরম নেট মহল।