দুই সন্তানের বেশি সন্তান হলেই মিলবে না সরকারি চাকরি,রাজ্যের সিদ্ধান্তেই সুপ্রিম সিলমোহর
If you have more than two children, you will not get a government job

The Truth of Bengal: দুই-এর বেশি সন্তান থাকলেও সরকারি চাকরির চিন্তাভাবনা করছেন? লাভ নেই কারন তিন সন্তান থাকলেই আর মিলবে না সরকারি চাকরি। রাজ্যের এমন সিদ্ধান্তে সিলমোহল দিল সুপ্রিম কোর্ট। আর এই নিয়ম চালু হতে চলেছে রাজস্থান রাজ্যে। তবে এই নিয়ম আজকের নয়, বহুদিনের পুরনো।তবে সম্প্রতিই ১৯৮৯ সালের এই আইনে স্বীকৃতি দিয়েছে সুপ্রিম কোর্টও। এই আইনের বিরুদ্ধে দাখিল হওয়া পিটিশন খারিজ করে দিয়ে শীর্ষ আদালতের তরফে জানানো হয়, এই আইন মোটেও বৈষম্যমূলক নয়। ২০২২ সালের রাজস্থান হাইকোর্টের রায়কেই বহাল রেখে শীর্ষ আদালতের তরফে বলা হয়, “এই আইন নীতির পরিধির অন্তর্গত।
এতে হস্তক্ষেপ করার কোনও প্রয়োজন নেই।” প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৭ সালে ভারতীয় সেনা বাহিনী থেকে অবসর নেন মামলাকারী রামজি লাল জাট। এরপর ২০১৮ সালে রাজস্থান পুলিশে কন্সটেবল পদে চাকরির আবেদন করলে সেই আবেদন বাতিল করে দেওয়া হয়। রাজস্থান পুলিশ সাবঅর্ডিনেট সার্ভিস রুলস ১৯৮৯ অনুযায়ী তাঁর আবেদন বাতিল করে জানানো হয় যেহেতু ২০০২ সালের ১ জুনের পর তাঁর দুইয়ের বেশি সন্তান হয়েছে। তাই তিনি সরকারি চাকরির জন্য আবেদন করতে পারবেন না।
আবেদন বাতিল হওয়ায় অবসরপ্রাপ্ত সেনা জওয়ান রাজস্থান সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন। রাজস্থান হাইকোর্টের তরফেও আবেদন বাতিলের সিদ্ধান্তকেই বৈধ বলা হয়। এরপর হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হন ওই অবসরপ্রাপ্ত সেনা জওয়ান। দেশের শীর্ষ আদালতেও ধাক্কা খেলেন অবসরপ্রাপ্ত ওই সেনা জওয়ান। এই মামলায় সুপ্রিম কোর্টের পর্যবেক্ষনে বলা হয় এই আইন মোটেও বৈষম্যমূলক নয়। অর্থ্যাৎ সুপ্রিম কোর্ট সিলমোহর দেওয়ায় এবার রাজস্থানে কোন দপ্ততির দুই-এর অধিক সন্তান থাকলে তারা আর চাকরির জন্য গ্রহণযোগ্য হবেন না ।