
The Truth Of Bengal : সুইডেনে বরফের চাদরে মোড়া টলিউড অভিনেত্রী সোহিনি সরকার ও তাঁর বয়ফ্রেন্ড শোভন গাঙ্গুলি। সম্প্রতি লাইট ক্যামেরা অ্যাকশন থেকে দূরে রয়েছেন সোহিনি। মনের মানুষকে নিয়ে ছুটির মেজাজে ইউরোপ ট্যুর করছেন এই বঙ্গললনা। সেখানকার একটি ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন তিনি।
View this post on Instagram
সেই ভিডিয়োতে দেখা গেছে যে অভিনেত্রীর চারপাশ বরফে ঢাকা। তিনি বেশ আনন্দে বরফ ছুঁড়ে খেলাও করছেন।
View this post on Instagram
অন্যদিকে শোভনকে দেখা যাচ্ছে একটা ছবি পোস্ট করতে। যেখানে দেখা যাচ্ছে তাঁর চারিদিকও বরফে ভরা। সেই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও কার সঙ্গে ঘুরতে গিয়েছেন তা দুজনেই আড়ালে রেখেছেন। তবে দুজনের ছবি দেখেই অনুমান করা হচ্ছে যে দুজনে একসঙ্গেই সময় কাটাচ্ছেন।
FREE ACCESS