
The Truth of Bengal: বলিউডে বাজছে একের পর এক বিয়ের সানাই। এবার কি তবে শ্রাদ্ধা কাপুরের বিয়ের পালা? না এখনই বিয়ের তালিকায় নেই শ্রদ্ধা কাপুরের নাম নেই। তার নামে বিয়ে নিয়ে সেইভাবে কোন জল্পনা চলে না বলিউডে। বরাবরই খুব সাধারন লাইফ স্টাইল কাটাতে পচ্ছন্দ করেন শ্রাদ্ধা। বহুবার তিনি বলেছেন তার বিলাস বহুল জীবন যাপন কাটান খুব একটা পচ্ছন্দের নয়।
শ্রাদ্ধার ব্যক্তিগত জীবন নিয়েও তেমন কোন জল্পনা শোনা যায়নি বলিপাড়ায়। তিনি তার ফ্যানেদের কখন হতাশ করেন না। বরাবরই পচ্ছন্দ করেন ভক্তদের সঙ্গে চুটিয়ে গল্প করতে।এবার ও তিনি সোশ্যাল মিডিয়ায় এসে ভক্তদের সব প্রশ্নের উত্তর দেন। শ্রাদ্ধা কে অনলাইন হতে দেখে এক ভক্ত প্রশ্ন করে বসেন কবে বিয়ে করছেন? পাল্টা উত্তরে শ্রাদ্ধা যা বললেন তাতে হেসে লুট পুটি গোটা বলিপাড়া।
তিনি ওই ভক্তকে পাশের বাড়ির কাকিমা বলে উল্লেখ করেছেন এবং আরও বলেছেন আপনি আপনার আসল আইডি থেকে আসুন। মজা করেই তিনি অবশ্য এই মন্তব্য করেছেন। আসলে সাধারনত বাড়ির আশেপাশের প্রতিবেশি কাকিমারাই সাধারনত এই ধরনের প্রশ্ন করে থাকেন। সেই সূত্র ধরেই অভিনেত্রি মজার ছলে এইধরনের উত্তর দিয়েছেন। তবে আদেও ঠিক কবে বিয়ে করতে চলেছেন তিনি সেই বিষয় এখনও স্পষ্ট নয়। পরবর্তীতে তিনি কোন ছবিতে কাজ করছেন সেটাও এখনও জানা যায়নি।
Free Access