
The Truth of Bengal: চলতি বছরের সেপ্টেম্বরে মা হতে চলেছেন অভিনেত্রী রিদ্ধিমা । গৌরবের সঙ্গে বেশ কিছু আদরের ছবি পোস্ট করলেন ঋদ্ধিমা আর সেই সঙ্গে জানালেন সেই সুখবর জানালেন শীঘ্রই পরিবারে আসছে নতুন সদস্য ক্যাপশনে লেখেন even miracles takes a little time baby coming soon… জানা গেছে চলতি বছর সেপ্টেম্বর আর সেই সুখবর ছড়িয়ে দিলেন সোশ্যাল মিডিয়ায় স্বামী গৌরবকে নিয়ে আদরে পোস্ট করলেন ।
মিডিয়াতে বিয়ের ছ বছরের মাথায় ঋদ্ধিমা ও গৌরবের পরিবারে আসতে চলেছে নতুন সদস্য সেই আনন্দ সত্যিই ধরে রাখা যাচ্ছে না পরিবারের সকলে করেছিলেন নিজের অনুভূতির কথা। এবার শেয়ার করলেন মেটার্নিটি ফটোশুট এর ছবি। অন্তঃস্বত্বা স্ত্রীর সঙ্গে বিছানায় তুললেন রোমান্টিক ছবি গৌরবের। আর সেই আদূরে ছবি পোস্ট করলেন তিনি।ছবিটা ব্ল্যাক অ্যান্ড white। ঋদ্ধিমা পড়েছেন কালো রঙের body cont পোশাক। গৌরব পড়েছেন সাদা টি-শার্ট আর জিন্স। কোন ছবিতে খাটে শুয়ে একে অপরের দিকে তাকিয়ে আছেন।
কোনও ছবিতে আবার একেবারে রোমান্টিক মুডে দুজনেই। নিজেদের ভালোবাসা ব্যক্ত করছেন। কদিন আগেই আবার প্রেগনেন্সির ছবি শেয়ার করেছিলেন ঋদ্ধিমা। সেখানে লিখেছিলেন তুমি প্লাস আমি–তিন।সঙ্গে জুড়ে দিয়েছেন হার্টের ইমোজি। বুঝি গৌরব তার ছবি নিয়ে যথেষ্টই ব্যস্ত।সদ্য অভিনয় করলেন আবার প্রলয় এ।হাজার ব্যস্ততার মধ্যেও ওর পরিবারের নতুন সদস্য আসার আনন্দে বৃদ্ধিমা ও গৌরব দুজনে ই মাঝে মাঝেই একান্ত সময় কাটাচ্ছেন আর সেই সুখবরটা সবাইকেই দিয়েছে।