কলকাতা

এটিএম কার্ড হাতিয়ে লুঠ লক্ষাধিক টাকা, গ্রেফতার ২

ATM card snatcher steals lakhs of taka, 2 arrested

Truth of Bengal: খাস কলকাতায় ঘটল চাঞ্চল্যকর ঘটনা। ঘরের মধ্যে যুবককে আটকে রেখে এটিএম কার্ড হাতিয়ে লক্ষাধিক টাকার লুঠ। আর এই ঘটনার সঙ্গে যুক্ত দুজন যৌনকর্মীকে গ্রেফতার করল পুলিশ। এমনি ঘটনা ঘটেছে উত্তর কলকাতার বড়তলা এলাকার নিষিদ্ধপল্লিতে।

অভিযোগ উঠেছে, মুর্শিদাবাদের ফারাক্কার বাসিন্দা এক যুবক বড়তলার সোনাগাছির যৌনপল্লিতে যান। সেখানে ঘরের ভিতর তাঁকে আটকে রেখে টাকা চাওয়া হয়। আর সেই টাকা না দেওয়ায় তাঁর ওপর হামলা চালান হয়। সেইসঙ্গে বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয় দরজা।

এই অবস্থায় বাধ্য হয়ে অভিযুক্ত ওই যৌনকর্মীদের নিজের এটিএমের পিন নম্বর জানিয়ে দেন যুবক। কার্ড হাতিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা তোলেন দুই যৌনকর্মী। এরপর বড়তলা থানায় গিয়ে অভিযোগ দায়ের করে আসেন ওই যুবক। সেখানে গিয়ে যুবক জানান, নগদ টাকা তাঁর কাছে নেই।

নগদ টাকা না পেয়ে যৌনকর্মীরা তাঁর কাছ থেকে এটিএম কার্ড হাতিয়ে নেয়। এই অভিযোগ পেতেই  সঙ্গে সঙ্গে তদন্তে নামে পুলিশ। তাতেই পুলিশের হাতে গ্রেফতার হন দুইজন যৌন কর্মী। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা শুরু করা হয়েছে। কি কারণে ওই যুবকের কাছ থেকে টাকা চাইলেন দুই যৌনকর্মী তা এখন স্পষ্ট নয়। এই পুরো ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

Related Articles