রাজ্যের খবর
রিসর্টে আটকে রেখে গণধর্ষণ! অভিযুক্তদের খোঁজে পুলিশ
Gang rape while locking up resort! Police searching for accused

Truth Of Bengal: দশ ঘন্টা রিসর্টে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ বসিরহাটের যুবতীকে। গণধর্ষণের অভিযোগের ঘটনায় তোলপাড় ওই এলাকার। ইতিমধ্যে হাসনাবাদ থানায় অভিযোগ নির্যাতিতার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চিৎকার করায় ওই যুবতীকে বেধড়ক মারধর করে অভিযুক্তরা। ঘটনায় অভিযুক্ত তিন জন। পাশের গ্রামের এক যুবকসহ অভিযুক্ত তিন। মোবাইলে মুহূর্তে ভিডিও করার অভিযোগ অভিযুক্তদের বিরুদ্ধে।
গণধর্ষণের পর ওই রিসর্ট এর বাইরে ফেলে রাখা হয়েছিল নির্যাতিতাকে। স্থানীয়দের সাহায্যে হাসপাতালে নিয়ে যাওয়া হয় নির্যাতিতাকে। রাস্তা থেকে গাড়িতে তুলে ওই রিসর্টে নিয়ে যায় অভিযুক্তরা। ঘটনা তদন্ত শুরু করেছে হাসনাবাদ থানার পুলিশ। তিন অভিযুক্তের সন্ধানে চিরুনি তল্লাশি চলছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযুক্তরা ওই যুবতীর পূর্ব পরিচিত ছিল কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।