বাংলার বিকল্প শক্তি গড়ার চেষ্টা তেজস জনকল্যাণ পার্টির
Tejas Jankalyan Party is trying to build alternative power of Bengal

Truth Of Bengal : বাংলার উন্নয়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা দরকার। বাংলার মানুষের কাজের প্রয়োজনে ব্যবসা-বাণিজ্যে লগ্নি আসা প্রয়োজন। তেজস জনকল্যাণ পার্টির তরফে এই দাবি রাখা হয়েছে।সংগঠনের তরফে পিপিপি মডেলে বিকাশের পক্ষে সওয়াল করা হয়। বাংলায় বিকল্প রাজনীতির জন্ম দিতে ময়দানে নামতে তৈরি হচ্ছে তেজস জনকল্যাণ পার্টি। এই রাজ্যে শিল্পায়নও কর্মসংস্থানের জন্য তাই জনস্বার্থে কাজ করতে চায় নবগঠিত দল। বঙ্গ রাজনীতিতে সাড়া ফেলতে সাধারণ মানুষের সমর্থন চান তেজস জনকল্যাণ পার্টির নেত্রী রুবি গুপ্ত।
তিনি পরিষ্কার জানান,এই রাজ্যে বাম-কংগ্রেস, বিজেপিকে মানুষ চিনে নিয়েছে। তাঁদের রাজনৈতিক ধারা জনতার কষ্টিপাথরে বিচার করা হয়েছে। জনবিরোধী সিদ্ধান্তের জন্য এইসব দলকে মানুষ প্রত্যাখান করেছে। তাই বাংলার ছেলেমেয়েদের চাকরি ও কাজের সুযোগ করে দিতে তাঁরা রাজনৈতিক আন্দোলন গড়ে তুলতে চান।ব্যবসা–বাণিজ্য থেকে শিল্পায়ন সবেতেই বাংলার হৃতগৌরব ফিরিয়ে আনার ডাকও দিয়েছে সংগঠনের নেতৃবৃন্দ। আর এই কল্যাণকামী বাংলা গড়ার জন্য রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন বলে তেজস জনকল্যাণ পার্টির রাজ্যসভাপতি রুবি গুপ্ত জানিয়েছেন। রাজ্য রাজনীতিতে জায়গা করে নিতে নতুন দল আগামীদিনে কর্মসূচি নিতে চায়।