তিব্বতে ভয়াবহ ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে ৫৩
Massive earthquake in Tibet, more than 30 dead

Truth Of Bengal: মঙ্গলবার সকালে এক ঘণ্টার মধ্যে একাধিকবার ভূমিকম্পে কেঁপে উঠেছে তিব্বত। রিখটার স্কেলে প্রথম কম্পনের মাত্রা ৭.১। এই ঘটনায় নিহত হয়েছেন ৫০ অধিক মানুষ, যা আগে ছিল। হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও বাড়তে পারে বলে অনুমান।
🚨BREAKING: TIBET EARTHQUAKE DEATH TOLL RISES TO 53
The death toll from the powerful 7.1-magnitude earthquake that struck Tibet has climbed to 53, state-run media confirms.
Rescue efforts continue in Dingri County, where numerous buildings collapsed.
The quake, felt across… https://t.co/JRwvY9eDxA pic.twitter.com/B2URUbxsRY
— Mario Nawfal (@MarioNawfal) January 7, 2025
এর আগে ওদেশের সংবাদমাধ্যম থেকে জানা গিয়েছিল, তিব্বতে ৩০ অধিক মানুষ প্রাণ হারিয়েছেন।
#BREAKING: Over 30 killed after multiple earthquakes strike China, Tibet#Earthquakes #Tibet #Nepal #earthquake pic.twitter.com/iW9RF0OlQ1
— JUST IN | World (@justinbroadcast) January 7, 2025
সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ভূমিকম্পে তিব্বত অঞ্চলে অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। চিনা এক সংবাদ সংস্থা ৩২ জনের মৃত্যু নিশ্চিত করেছে, সঙ্গে জানিয়েছে আহত হয়েছেন আরও ৩৮ জন। চীনা সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রের কাছে বেশ কয়েকটি ভবনও ধসে পড়েছে। এবার আরও বাড়ছে মৃতের সংখ্যা।