রাজ্যের খবর

ফারাক্কায় নাবালিকা ধর্ষণ-খুনে দোষীদের ফাঁসি ও যাবজ্জীবন কারাদন্ড দিল আদালত

Court sentences man to death for raping and murdering minor in Farakka

Truth Of Bengal: ফারাক্কায় নাবালিকা ধর্ষণ-খুনের ঘটনায় দুই অভিযুক্তকে সাজা দিল জঙ্গিপুর মহকুমা আদালত। অভিযুক্ত দীনবন্ধু হালদারকে ফাঁসি ও  শুভ হালদারকে যাবজ্জীবন কারাদন্ড দিল আদালত। মর্মান্তিক ঘটনার ৫৯ দিনের মাথায় বৃহস্পতিবার দোষী সাব্যস্ত হয়েছিল দুই অভিযুক্ত, আর শুক্রবার ৬০ দিনের মাথায় সাজা দেওয়া হল দোষীদের। জয়নগরের পর এবার ফারাক্কায় দ্রুত শেষ হল বিচার প্রক্রিয়া।

উল্লেখ, গত ১৩ অক্টোবর ফরাক্কায় দাদুর বাড়ির সামনে খেলা করার সময় হঠাৎই নিখোঁজ হয়ে যায় বছর নয়েকের এক নাবালিকা। প্রায় তিন ঘন্টা বাদে প্রতিবেশী মাছ ব্যবসায়ী দীনবন্ধু হালদারের বাড়ি থেকে উদ্ধার হয় তাঁর বস্তাবন্দী মৃতদেহ। নাবালিকার মৃতদেহ উদ্ধারের পর উত্তেজিত জনতা দীনবন্ধু হালদারকে ব্যাপক মারধর করেন। হাসপাতালে দু’দিন চিকিৎসাধীন থাকার পর ফারাক্কা থানার পুলিশ দীনবন্ধু হালদারকে খুন, তথ্য প্রমাণ লোপাট এবং পকসো আইনের ৬ নম্বর ধারায় অভিযুক্ত করে গ্রেফতার করে।

দীনবন্ধুকে হেফাজতে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, নাবালিকা খুনের ঘটনায় শুভ হালদার নামে আরও এক যুবক জড়িত রয়েছে। ১৯ অক্টোবর পুলিশ সেই শুভ হালদারকে তার বাড়ি থেকে গ্রেফতার করে। ধৃত শুভর বিরুদ্ধেও একই ধারায় মামলা রুজু করে পুলিশ। নাবালিকাকে খুন ও তার উপর যৌন নির্যাতন চালাতে দীনবন্ধুকে শুভ সাহায্য করেছিল বলে অভিযোগ। এই খুনের মামলায় যুক্ত দুই অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির আবেদন জানিয়ে আদালতে চার্জশিট পেশ করা হয়েছিল ফারাক্কা থানার পুলিশের পক্ষ থেকে। অবশেষে সাজা পেল দোষীরা।

Related Articles